দেশের সংবাদ

ফখরুলকে ‘রসগোল্লা’ খাওয়ার কথা স্মরণ করিয়ে দিলেন নানক

রসগোল্লা

জাহাঙ্গীর কবির নানক (বামে) ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ভারতের পার্লামেন্টে বিজেপির বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।বিজেপি ক্ষমতায় আসার দিন বিএনপি নেতাদের উচ্ছ্বাস প্রকাশের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি এ সমালোচনা করেন।
গতকাল বুধবার লালমনিরহাট জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন নানক। সেখানে বিএনপি নেতাদের সমালোচনা করে তিনি বলেন, ‘বিজেপি যেদিন ক্ষমতায় এসেছিল মির্জা ফখরুল সেদিন রসগোল্লা খেয়েছিলেন। আনন্দে রসগোল্লা খেয়েছিলেন তিনি। মনে করেছিলেন বিজেপি তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। এখন বিজেপি সভাপতি অমিত শাহ যখন বললেন বিএনপির আমলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বেশি হয়েছে, তখন কী আঁতে ঘা লাগে; কলিজায় ঘা লাগে মির্জা ফখরুল সাহেব।’
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সংখ্যালঘু নির্যাতনের কথা তুলে ধরে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘হিন্দুদের ওপর বর্বর নির্যাতন করা হয়েছিল, পূর্ণিমার মতো মেয়েকে গণধর্ষণ করা হয়েছিল- ভুলে গেছেন। সংখ্যালঘু হিন্দুদের জীবনকে অতিষ্ঠ করেছিল বিএনপি-জামায়াত।’
আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের ঠাঁই হবে না জানিয়ে নানক বলেন, ‘গুটিকয়েক কর্মীর আচার-আচরণের জন্য আমরা শেখ হাসিনার অর্জনকে বিসর্জন দিতে পারি না। অনুপ্রবেশকারীদের দল থেকে বের করে দিতে হবে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোতাহার হোসেনের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে আরও বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, নাইমুজ্জামান মুক্তা প্রমুখ।looking-for-a-job
সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − eleven =