শোকাবহ আগষ্ট |||| বিশ্বজিৎ মানিক
চেয়েছিলো ওরা করতে কায়েম – বিশ্বাসঘাতকের রাজ।
হাজার বছরের বাঙালির ইতিহাসের – তুমি শ্রেষ্ঠ সন্তান।
আগষ্ট মাসে আক্রান্ত হয়েছিল -তোমার গোটা পরিবার।
সমাধিও তোমার স্থাপিত হয়েছে – জন্মের টুঙ্গিপাড়ায়।
চেয়েছিলে তুমি বাঙালির জীবন – কাটুক বীরের মতো।
বিস্মৃত জাতি হলেও বাঙালি – হয়নি আত্মহারা।
মুষ্টিমেয় বাদে সকলেই তোমার – অতীব আপনজন।
মহানের কৃপায় পেয়েছিলো রক্ষা – জীবন দু’টি কন্যার।
ঘাতকের নিশানা হয়েছিল ব্যর্থ – গিয়েছিল তা বিফলে।
মিথ্যার বেসাতি পূঁজি করে তারা – চেয়েছিলো প্রাণ কেড়ে নিতে।
হাতে নিয়েছিলো মেশিনগান আর – পড়েছিল পায়ে বুট।
রক্তের হোলি খেলেছিলো ঘাতক – জাল রেখেছিলো যারা পেতে।
যারা ছিল দেশে হয়েছিল নিধন – তোমার সারা পরিবার।
ভেবেছিলো তারা স্বাধীনতার সূর্য – ফেলেই দিয়েছে ডুবিয়ে।
জ্বলে উঠে ফের নিভে যাওয়া প্রদীপ – বাংলার পথ প্রান্তরে।
একুশে আগষ্ট গ্রেনেড হামলায় – নিতে চেয়েছিলো কেড়ে প্রাণ।
নেতাকর্মী তোমার পাঁচ শতাধিক – গ্রেনেডে আহত হন।
ফের ফিরে যেনো আসে নাকো আর – পুনরায় তাহা ইতিহাসে।