শ্রীমঙ্গলের বার্ড পার্ক থেকে অভিযান চালিয়ে বন্যপ্রাণী উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট এলাকায় অবস্থিত শ্রীমঙ্গল বার্ড পার্ক এন্ড ব্লিডিং ( প্রজনন) সেন্টার থেকে আজ বুধবার (৪ আগষ্ট) দুপুর ২টার দিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ক্রাইম কন্ট্রোল ইউনিট ও র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ২ টি বিরল প্রজাতির বাঁশ ভাল্লুক, ১টি বানর, ১ টি হিমালয় প্রজাতির শকুনসহ সর্বমোট ৪ টি বন্যপ্রাণী উদ্ধার করেন। উদ্ধার করা বন্যপ্রাণীগুলোকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে নিয়ে আসা হয়।
বন্যপ্রাণী উদ্ধারের বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা শহিদুল আলম জানান, বন্যপ্রাণী আইন লঙ্ঘন করে অবৈধভাবে পার্কে আটকে রাখায় বন বিভাগ ও র্যাব সদস্যদের সমন্বয়ে অভিযান চালিয়ে খাঁচায় আটককৃত বন্যপ্রাণী উদ্ধার করে লাউয়াছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টার রাখা হয়েছে। উদ্ধারকৃত প্রাণীগুলোকে পরবর্তীতে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে বলে জানান। অভিযানে বন্যপ্রাণী উদ্ধার করা হলেও কাউকে আটক করা হয়নি।
এসডি/বিডি
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান