সিলেটী এসোসিয়েশন অব ক্যালগেরির কার্য নির্বাহী কমিটি পুনর্গঠন
লায়লা নুসরাত, ক্যালগেরী থেকে।
May 19, 2023
সিলেটী এসোসিয়েশন অব ক্যালগেরির কার্য নির্বাহী কমিটি পুনর্গঠন
কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় কেলগেরী নর্থ ইস্টের সিলেটী এসোসিয়েশন অব ক্যালগেরির অস্থায়ী কার্যালয়ে সমিতির এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব রুপক দত্তের সভাপতিত্বে ও জুবায়ের সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বর্তমান সাধারণ সম্পাদক কয়েস চৌধুরী কে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি নির্বাচিত হওয়ায় সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
গঠনতন্ত্রের বাধ্যবাধকতা অনুযায়ী কয়েস চৌধুরীর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে কিছু সীমাবদ্ধতা থাকায় সভায় উপস্থিত সকল সদস্য নতুন সদস্য সচিব নির্বাচনের জন্য একমত পোষণ করেন। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব কিরণ বনিক শংকরের প্রস্তাবনায় উপস্থিত সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত সমর্থনে বিশিষ্ট কলামিস্ট ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মোঃ মাহমুদ হাসান কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করার সর্ব সম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সমিতির সভাপতি রুপক দত্ত, বিদায়ী সাধারণ সম্পাদক কয়েস চৌধুরী, বিশিষ্ট প্রকৌশলী মোহাম্মদ কাদির, কিরণ বনিক শংকর, ঝুমক দত্ত, জুবায়ের সিদ্দিকী সহ উপস্থিত সকলেই নব নির্বাচিত সাধারণ সম্পাদক কে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।
এই বিশেষ বর্ধিত সভায় বিগত বছরের সমিতির কার্যক্রম নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। ২০২২ সালে বৃহত্তর সিলেটের প্রলয়ঙ্কারী বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় সিলেটী এসোসিয়েশনের কার্যকর ভূমিকা নিয়ে উপস্থিত সকলেই সন্তোষ প্রকাশ করা হয়।
সকলের সর্ব সম্মত সিদ্ধান্তে আগামী ২৯শে জুলাই শনিবার সমিতির বার্ষিক বনভোজন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই দিনে জুবায়ের সিদ্দিকীর কুইন এলিজাবেথ এওয়ার্ড প্রাপ্তি, প্রকৌশলী মোহাম্মদ কাদিরের আলবার্টা প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের চেয়ারপারসন নির্বাচিত হওয়া এবং কয়েস চৌধুরী বিসিএওসির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁদের কে সমিতির পক্ষ থেকে সংবর্ধিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
মুকেশ আম্বানির সবথেকে বড়লোক বেয়াই কে? মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির তিন সন্তান, আকাশ, ইশা এবং অনন্ত। আকাশ এবং ইশার ইতিমধ্যে বিয়ে হয়ে গিয়েছে। অনন্তের আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। কিন্তু তাদের সবার শ্বশুর বাড়ির অবস্থা কেমন জানেন? সকলেই জানেন মুকেশ আম্বানি ভারতের অন্যতম নয় সবচেয়ে বেশি ধনী। অগাধ সম্পত্তি আর নানা ব্যবসা তার। কিন্তু তার […]
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রসঙ্গে | বিদ্যুৎ ভৌমিক বৈশ্বিক মহামারী করুনা ভাইরাস (কোভিড-১৯) সাড়া বিশ্বজুড়ে এখনও একটি বহুল আলোচিত উৎকন্ঠা, দুশ্চিন্তা ও আলোচ্য বিষয়। এক বছরেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে ভয়ানক তাণ্ডব চালিয়ে যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯ )। মাঝে করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কমলেও রূপ পরিবর্তন করে বারংবার নূতন ধরণ নিয়ে (Variants ) আরও শক্তিশালী […]
নিউ ইয়র্কের মঞ্চে মূর্ত হলেন `হাছন জানের রাজা’ শিব্বীর আহমেদ, নিউ ইয়র্ক থেকে: হাছন রাজার কত কত গান! কত গল্প তাঁকে নিয়ে। বর্ণিল, বৈচিত্র্যময় ঘটনাবহুল তাঁর জীবন। হাছন রাজা (১৮৫৪-১৯২২) বর্তমান সুনামগঞ্জ জেলার একজন সামন্তপ্রভু ছিলেন। পিতা ও মাতা উভয়ের কাছ থেকে পাওয়া বিশাল জমিদারির মালিকানা চলে আসে কিশোর বয়েসে । অর্থ, বেহিসাবি সম্পদ আর […]