সিলেটী এসোসিয়েশন অব ক্যালগেরির কার্য নির্বাহী কমিটি পুনর্গঠন
লায়লা নুসরাত, ক্যালগেরী থেকে।
May 19, 2023
সিলেটী এসোসিয়েশন অব ক্যালগেরির কার্য নির্বাহী কমিটি পুনর্গঠন
কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় কেলগেরী নর্থ ইস্টের সিলেটী এসোসিয়েশন অব ক্যালগেরির অস্থায়ী কার্যালয়ে সমিতির এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব রুপক দত্তের সভাপতিত্বে ও জুবায়ের সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বর্তমান সাধারণ সম্পাদক কয়েস চৌধুরী কে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি নির্বাচিত হওয়ায় সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
গঠনতন্ত্রের বাধ্যবাধকতা অনুযায়ী কয়েস চৌধুরীর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে কিছু সীমাবদ্ধতা থাকায় সভায় উপস্থিত সকল সদস্য নতুন সদস্য সচিব নির্বাচনের জন্য একমত পোষণ করেন। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব কিরণ বনিক শংকরের প্রস্তাবনায় উপস্থিত সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত সমর্থনে বিশিষ্ট কলামিস্ট ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মোঃ মাহমুদ হাসান কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করার সর্ব সম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সমিতির সভাপতি রুপক দত্ত, বিদায়ী সাধারণ সম্পাদক কয়েস চৌধুরী, বিশিষ্ট প্রকৌশলী মোহাম্মদ কাদির, কিরণ বনিক শংকর, ঝুমক দত্ত, জুবায়ের সিদ্দিকী সহ উপস্থিত সকলেই নব নির্বাচিত সাধারণ সম্পাদক কে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।
এই বিশেষ বর্ধিত সভায় বিগত বছরের সমিতির কার্যক্রম নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। ২০২২ সালে বৃহত্তর সিলেটের প্রলয়ঙ্কারী বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় সিলেটী এসোসিয়েশনের কার্যকর ভূমিকা নিয়ে উপস্থিত সকলেই সন্তোষ প্রকাশ করা হয়।
সকলের সর্ব সম্মত সিদ্ধান্তে আগামী ২৯শে জুলাই শনিবার সমিতির বার্ষিক বনভোজন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই দিনে জুবায়ের সিদ্দিকীর কুইন এলিজাবেথ এওয়ার্ড প্রাপ্তি, প্রকৌশলী মোহাম্মদ কাদিরের আলবার্টা প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের চেয়ারপারসন নির্বাচিত হওয়া এবং কয়েস চৌধুরী বিসিএওসির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁদের কে সমিতির পক্ষ থেকে সংবর্ধিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সমালোচনার মুখে মাদক পরীক্ষা করালেন ফিনিশ প্রধানমন্ত্রী মাদক পরীক্ষা করিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন। পার্টিতে অংশ নিয়ে উদাম নাচ-গান করার ভিডিও ফাঁসের পর তুমুল সমালোচনার মুখে তিনি এই পরীক্ষা করান। শুক্রবার (১৯ আগস্ট) বিষয়টি তিনি প্রকাশ করেছেন। খবর বিবিসির। তিনি বলেছেন, নতুন ভিডিও প্রকাশিত হওয়ার পর তিনি মাদক পরীক্ষা করেছেন। এর আগে, বন্ধু এবং ফিনিশ […]
একজন নেতাজি সুভাষচন্দ্র বসু || সিদ্ধার্থ সিংহ সক্কালবেলায় হইহই কাণ্ড। সমস্ত কাগজের প্রথম পাতায় একটাই খবর—নেতাজি জীবিত। সঙ্গে প্রমাণস্বরূপ তাঁর সদ্য তোলা ছবি। পাড়ায় পাড়ায়, চায়ের দোকানে, অফিসে, বাসে, ট্রামে, সিনেমার লাইনে সে দিন আলোচনার বিষয় ছিল একটাই— নেতাজি তা হলে বেঁচে আছেন! কেউ কেউ বললেন, আমি জানতাম। বলতাম না? দেখবি, উনি একদিন ঠিক ফিরে […]