১০.০৫.২০২০ খ্রিষ্টাব্দ
সৃষ্টির সেরা “মা” || বিশ্বজিৎ মানিক
সৃষ্টির সেরা ” মা “ || বিশ্বজিৎ মানিক
মা দিবসে শ্রদ্ধা জানাই – সকল মায়ের প্রতি
মা ছাড়া এ দুনিয়ায় – সন্তানের নেই গতি।
আমার মা গত হলেন – বছর পাঁচেক হলো
মাতৃদেবী আমার কাছে – ছিলেন খুবই ভালো।
চক্রপাণি দত্ত বাড়ির – মেয়ে ছিলেন তিনি
বিহারি মোহন দত্ত চৌধুরীর – কন্যা ছিলেন যিনি।
শ্রীমঙ্গলের জামসী গায়ে – ছিল যাদের বাস
সাতচল্লিশের দেশ বিভাগে – হলেন পরবাস।
সাতগাঁও পরগনায় ছিল – তাঁদের জমিদারি
সব কিছুই ছেড়ে গেলেন – সাথে ছিল বাড়ি।
শৈশব কালেই মাতৃহারা – হয়েছিলেন মা
তখন থেকেই লালন করেন – তাঁরই পিসিমা।
দাঙ্গা ফ্যাসাদ শেষ হলে পর – ফিরে আসেন দেশে
বাবা একদিন হাজির হলেন – সেজে বরের বেশে।
তেরো বছর বয়সে তিনি – এলেন বাবার ঘরে
পনেরো বছর ফারাক ছিল – মা আর তার বরে।
একের পর এক সাত ভাইবোন -আসি মায়ের কোলে
শিশু কালেই চলে গেলেন – তাঁরই বড়ো ছেলে।
পৃথিবীতে মায়ের মতো – আপন কেহ নাই
মাতৃহারা আমরা ভাইবোন – কোথায় মাকে পাই?
আমার মা, যিনি আমায় – দেখিয়েছিলেন আলো
পরপারে গিয়েও তিনি – থাকেন যেন ভালো।
আমার মাকে দেখে রেখো – স্বর্গের প্রহরী
পরম শ্রদ্ধায় তোমাকে আমি – এই মিনতি করি।
সন্তানের কল্যানের জন্য – মায়ের অবদান
আমরা কি আর দিয়ে থাকি – তার প্রতিদান?
মাতার তুল্য পরম গুরু – আর হিতৈষী নাই
এমনতর আপনজন আর – কোথায় খোঁজে পাই?
স্নেহের তরে সন্তানেরে – লালন করেন মাতা
শিশু কালে ছেলেমেয়ের – মা’ই হলেন ত্রাতা।
মায়ের কোলেই শিশুর কাছে – আশ্রয় নিরাপদ
থাকলে মায়ের কোলে শিশুর – হয় না কোন বিপদ।
জন্ম থেকে শুরু করে – মায়ের কত কষ্ট
মা জাতি টাই পৃথিবীতে – সবার চেয়ে শ্রেষ্ঠ।
মাতা হলেন, সন্তানের কাছে – সাক্ষাৎ দেবতা
মাতৃপূজা করতে বলেন – সৃষ্টির পরম পিতা।
সকলে মিলে এসো ভাই – মায়েদের করি সেবা
মায়ের কোলেতে জন্ম নিয়েছি – আলোকিত হয়েছি যে বা।
মাতৃহারা হয়ে আমরা – যারা হয়েছি অসহায়
মা’ই ছিলেন পরম ভালোবাসা – ছিলেন তিনি সহায়।
জন্মেছি আমরা মায়ের কোলেতে – আজ করি এই পণ
সারাটা জীবন মায়েদের আমরা -রাখবো করে যতন।
পৃথিবীতে মায়ের তুলনা – মা’ই যে শুধু হয়
মাসি পিসি কেউ মায়ের সমান – কখনও যে নয়।
মা’ই যে আমার পরম বন্ধু – চরম ভালোবাসা বলি
মা দিবসে আজ মায়ের নির্দেশ – উপদেশ মেনে চলি।
মায়ের কোন দিবস হয় না – সারাবছরই মায়ের দিন
মায়ের সেবায় কখনও যেন – হই না আমরা হীন।
জীবিত প্রয়াত সকল মাকেই – শ্রদ্ধা নিবেদন করি
মা যে সকলের বিশ্বস্ত বন্ধু – সকলেই মা কে স্মরি।
বৃদ্ধ বয়সে মায়েদের সেবা – করা সকলেরই উচিত
মা’ই তোমায় করেছিলেন লালন – অবজ্ঞা করোনা কদাচিত।
বৃদ্ধাশ্রম নামে এক আশ্রম আছে – না-কি মায়েদের জন্য
সন্তান হয়ে ঘরে রাখে মাকে – অর্জন করে সে পূণ্য।