বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা। বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনাও করা হয় শোকবার্তায়।
একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
এ ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একটি বিদ্যালয়ে পতিত হওয়ার ফলে কোমলমতি শিশুসহ অনেক মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকার গভীরভাবে শোকাহত। এই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এ উপলক্ষে এদিন দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। নিহতদের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় দিনটিতে দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাত নম্বর ভবনে বিমানটি বিধ্বস্ত হয়
আহতদের বেশিরভাগ শিশু, অবস্থা সংকটাপন্ন
দুর্ঘটনায় আহতদের মধ্যে শতাধিক শিশু। বাকিদের মধ্যে আছেন উদ্ধার কর্মী, সেনাবাহিনী, ফায়ার ব্রিগেডের সদস্য, দুই জন শিক্ষক এবং স্কুলের একজন স্টাফ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, আহতদের মধ্যে শতাধিক শিশু, বাকিদের মধ্যে ১৫ জনের মতো আছেন যারা বিভিন্ন পেশায় নিয়োজিত। অল্প কিছু শিশু চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। অধিকাংশই এখনও হাসপাতালে চিকিৎসাধীন। বার্ন ইনস্টিটিউটে ১৭ জনের লাশ এসেছে। তাদের মধ্যে ৭ জনের লাশ শনাক্ত করা যায়নি। তারা সবাই শিশু। এদের মধ্যে ৬ জনের লাশ সিএমএইচ এবং একজনের লাশ উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এসেছে।
তিনি আরও বলেন, আমরা যে লাশের সংখ্যা বলছি এগুলো হাসপাতালে ভর্তি অবস্থায় পাওয়া গেছে। বাকিদের কথা আমরা বলছি না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা হাসপাতালগুলোতে ১৭ জনের মরদেহ আছে। পাইলটের মৃত্যু আমরা এখানে ধরছি না। ঢাকার ৭টি হাসপাতালে ৮৮ জন ভর্তি আছে। প্রাথমিক মূল্যায়নে আমরা বলতে পারি ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা আশাবাদী যে এর মধ্যে অনেকে আশঙ্কামুক্ত হয়ে যাবে। একেক সংস্থার তথ্য এখনও সমন্বয় হয়নি, যার কারণে মৃত্যুর সংখ্যা কম-বেশি হচ্ছে। এই তথ্য সমন্বয় হয়ে যাবে।
রক্তের প্রয়োজন নেই বার্ন ইনস্টিটিউটে
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আজ (সোমবার) আর রক্তের প্রয়োজন নেই বলে জানিয়েছেন পরিচালক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন। একইসঙ্গে হাসপাতালের সামনে ভিড় না বাড়াতে অনুরোধ করেছেন তিনি। তিনি বলেন, যে পরিমাণ রোগী আছে তাদের জন্য পর্যাপ্ত রক্তের ব্যবস্থা হয়েছে। প্রথমদিন আমরা কাউকে রক্ত দেই না। আগামীকাল থেকে রক্তের প্রয়োজন হবে। আমাদের কাছে রক্তের জন্য অনেকেই নিবন্ধন করেছেন। আশা করছি সংকট হবে না।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে মানুষের ভিড়
জুলাইয়ের তিন দিনের অনুষ্ঠান বাতিল
মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার । এ শোকাবহ ঘটনার প্রেক্ষাপটে আগামী তিন দিনের জন্য ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’র সব আয়োজন স্থগিত ঘোষণা করা হয়েছে।
দুর্ঘটনা তদন্ত করবে সরকার
মাইলস্টোন স্কুলের ভেতরে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা তদন্ত করবে সরকার। সোমবার (২১ জুলাই) বিকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন শেষে এ কথা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি আরও জানান, প্রয়োজনে আহত শিক্ষার্থীদের বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে।
আইএসপিআর জানায়, দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য ইতোমধ্যে বিমানবাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নিহতদের পরিচয় শনাক্ত না হলে ডিএনএ টেস্টের পর মরদেহ হস্তান্তর
বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যাবে, তাদের মরদেহ অতিসত্বর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে না তাদের মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আহতদের চিকিৎসার বিষয়ে প্রধান উপদেষ্টা সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন। চিকিৎসাকাজ নির্বিঘ্নে করার স্বার্থে হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
সূত্রঃ বাংলা ট্রিবিউন