সাহিত্য ও কবিতা

বৃক্ষ শাখে ঘুঘু’র বাসা || বিশ্বজিৎ মানিক

বৃক্ষ শাখে ঘুঘু’র বাসা || বিশ্বজিৎ মানিক

ঘুঘু তুমি – দিচ্ছ ডিমে তা
বন্ধু লিটন – তুলছে ছবি যা
অন্যের কমেন্ট – নকল করে আমি
ন্যায় নীতির – আওতাকে যাই ভ্রমি।

তথ্য চুরির অপবাদে – হয় যদি বা ফাঁসি
থাকবে তবু আমার মুখে – লজ্জাহীনের হাসি
করজোড়ে বলতে পারি – দাও না করে ক্ষমা
চেয়েছিলাম ক্রেডিটটাকে – নিজের নামে জমা।

এসব কিছু আমার দেশে – হচ্ছে প্রতিদিন
বলতে পারো ও দাদাভাই – হলাম কি-না হীন?
টাকার জোরে দেখছে চোখে – ডিগ্রি কেনা যায়
উৎসাহ টা পেলাম যেন – ভিষণ ভাবে তায়।

গাছের ডালে মাতৃছায়া – দিচ্ছে বসে পাখি
বাচ্চাগুলো ফুটবে তাপে – পাখার নিচে রাখি
মানব শিশুর কান্না শুনি – ডাস্টবিনের ওই পাশে
তাই-না দেখে পক্ষীকূলে – খিলখিলিয়ে হাসে।

বিসর্জিত নৈতিকতার – আমিও অংশীদার
দ্বিধা নেই অকপটে – করতে তাকে স্বীকার
ঘুঘু পাখির বাসায় যারা – দিচ্ছে বলো হানা
ভেঙে দিলে বাসাটি তার – কেমনে হবে ছানা?

২৭/০৪/২০২১ খ্রিস্টাব্দ।



সংবাদটি শেয়ার করুন