সাহিত্য ও কবিতা

একজন ড.আনিসুজ্জামান ।। বিশ্বজিৎ মানিক

একজন ড.আনিসুজ্জামান ।। বিশ্বজিৎ মানিক
————————————

আমার দেশে তে ছিলেন – মহা গুণিজন
তিনি ছিলেন অধ্যাপক – শোষিতের স্বজন।

নামটি হলো তার – আনিসুজ্জামান
গতকাল কেড়ে নিল – করোনা’য় প্রাণ ।

পশ্চিম বাংলায়, ছিল তাঁর – পূণ্য জন্মস্থান
সাতচল্লিশের দেশ বিভাগে – আসেন পাকিস্তান।

খুলনা জেলা স্কুলে ভর্তি – অষ্টম ক্লাসে
তার আগে লেখাপড়া – পার্ক সার্কাসে।

প্রিয় নাথ হাই স্কুলে করেন – পাস মাধ্যমিক
জগন্নাথ কলেজে হয় – উচ্চ মাধ্যমিক ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেন – স্নাতকোত্তর ডিগ্রি
শিক্ষক ছিলেন তাঁর – শহীদুল্লাহ, মুনীর চৌধুরী।

সারাটা জীবন, ভরা ছিল – সূর্যের আলোয়।
শিক্ষকতা করতেন তিনি – ঢাকা বিশ্ববিদ্যালয়।

বাঙালির চেতনায় যিনি – বাতিঘর ছিলেন
বাংলা একাডেমির ও তিনি – সভাপতি হলেন।

ভাষা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে – ছিল অবদান
জণকল্যাণে, পান তিনি – প্রভূত সম্মান।

মুক্তিযুদ্ধ কালে হন – শিক্ষক সম্পাদক
তিনি ছিলেন একাধারে – সব্যসাচী লেখক।

জাতীয় অধ্যাপক তিনি – বরণ্যে শিক্ষক
দেশ ও বিদেশে পান – রাষ্ট্রীয় পদক।

তিনি ছিলেন শতাব্দীর – শ্রেষ্ঠ মহীরুহ
তাঁর অবদান, এ জাতির – ভোলা দুরূহ।

সংবিধানের ছিলেন তিনি – বাংলা অনুবাদক
অন্তরে বাহিরে ছিলেন – গণতন্ত্রের সাধক।

দেশের জন্য নিবেদিত – ছিলেন অকাতরে
সাদা মনের মানুষ তিনি – ভিতরে ও বাহিরে।

তাঁর প্রয়াণে, হলো জাতির – চরম ক্ষতি
ভাস্বর হয়ে রবে তাঁর  – অম্লান সৃতি।

১৫/০৫/২০২০ খ্রিস্টাব্দ ।
সংবাদটি শেয়ার করুন