বিশ্ব

৫৪ হাজার বন্দীকে মুক্তি দিল ইরান

৫৪ হাজার বন্দীকে মুক্তি দিল ইরান

⇒করোনার সংক্রমণ ঠেকাতে ৫৪ হাজার বন্দীকে মুক্তি দিল ইরান ।। ⇒এক যুগ আগে প্রকাশিত বইয়ে করোনাভাইরাসের পূর্বাভাস! ⇒ইতালিতে করোনা আক্রান্ত এক বাংলাদেশি ⇒‘বাংলাদেশও করোনাভাইরাসের উচ্চঝুঁকিতে রয়েছে’ ⇒করোনা আতঙ্কে শুক্রবারের নামাজ বাসায় আদায়ের পরামর্শ তাজিকিস্তানে

চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের অনন্ত ৭০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসে মৃত্যুর সংখ্যায় তৃতীয় অবস্থানে রয়েছে ইরান। তাই নতুন করে করোনা যাতে না ছড়াতে পারে সেজন্য ৫৪,০০০ কারাবন্দীকে সাময়িক মুক্তি দিয়েছে ইরান।

দেশটির বন্দীতে ঠাসা কারাগারগুলোতে নতুন করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতেই এই উদ্যোগ নিয়েছে ইরান।

দেশটির বিচার বিভাগীয় মুখপাত্র গোলামাহোসেইন এসমাইলি বলেন, কোরানায় আক্রান্ত নয়, এটা নিশ্চিত হওয়ার পরই এদের মুক্তি দেয়া হয়। তবে পাঁচ বছরের বেশি দণ্ডপ্রাপ্তদের এই সুযোগ দেয়া হচ্ছে না।

ইরানে করোনায় মৃতের সংখ্যা ৭৭ জন এবং আক্রান্ত  হয়েছেন দুই হাজার ৩৬ জন।

গেল বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে প্রাণঘাতী করোনাভাইরাসে বুধবার পর্যন্ত ৩২০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ৯২ হাজার মানুষ।

এক যুগ আগে প্রকাশিত বইয়ে করোনাভাইরাসের পূর্বাভাস!

বিশ্বজুড়ে প্রায় মহামারীর আকার নিয়েছে নভেল করোনাভাইরাস। চীন থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে ভারত, যুক্তরাষ্ট্র, ইতালি, ইরানসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ হাজার। আক্রান্ত হয়েছেন বহু মানুষ।

মার্কিন লেখিকা সিলভিয়া ব্রাউন। যিনি এক যুগ আগে একটি বই লিখেছিলেন। বইয়ের নাম ‘ইনড অব দ্যা ডে- প্রেডিকশন অ্যান্ড প্রোফেসি’। বইটিতে ১২ বছর আগে একটি ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছিলেন।

ওই বইয়ে তিনি লিখেন, ২০২০ সালের দিকে সারা বিশ্বে একটি ভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়বে।

১২ বছর আগের করা তার ভবিষ্যৎ বাণী সঠিক হলো। ভবিষ্যৎ বাণীটি মিথ্যা নয়। বইটি নিয়ে বর্তমানে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে আলোচনা হচ্ছে।

বইটির মতে, ‘২০২০ সালের মধ্যে সারা বিশ্বে অসুস্থতার মতো মারাত্মক নিউমোনিয়া ছড়িয়ে পড়বে, ফুসফুস এবং ব্রোঙ্কিয়াল টিউবগুলোতে আক্রমণ করবে এবং সমস্ত চিকিৎসা পুনর্বিবেচনা করবে।’

তিনি আরও যোগ করেছেন, অসুস্থতার চেয়ে প্রায় হতবাক হওয়ার বিষয়টি হলো এটি হঠাৎ করেই আসার সাথে সঙ্গে সঙ্গে আবার অদৃশ্য হয়ে যাবে। ১০ বছর পরে আবার আক্রমণ করবে এবং তারপরে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাবে।

বাংলাদেশও করোনাভাইরাসের উচ্চঝুঁকিতে রয়েছে

করোনা ভাইরাস সংক্রমণের উচ্চঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। এমনটাই জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বাংলাদেশসহ মোট ২৫টি দেশ ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এসব দেশের জন্য ৩ কোটি ৭০ লাখ ডলারের জরুরি তহবিলের অঙ্গীকার প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএসএআইডির সংক্রামক রোগবিষয়ক জরুরি রিজার্ভ তহবিল থেকে নভেল করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের উচ্চঝুঁকিতে থাকা ২৫টি দেশের জন্য ৩ কোটি ৭০ লাখ ডলার অর্থায়নের অঙ্গীকার ঘোষণা করেছে মার্কিন সরকার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), অন্যান্য বহুপক্ষীয় প্রতিষ্ঠান এবং ইউএসএআইডির কর্মসূচি বাস্তবায়নকারী অংশীদারদের পরিচালিত প্রকল্পের জন্য এ তহবিল দেয়া হচ্ছে। এটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিশ্রুত ১০ কোটি ডলারের প্রথম কিস্তি।

বাংলাদেশ ছাড়া অন্য যে ২৪টি দেশ এ তালিকায় রয়েছে, সেগুলো হলো আফগানিস্তান, অ্যাঙ্গোলা, ইন্দোনেশিয়া, ইরাক, কাজাখস্তান, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তান, ফিলিপাইন, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, জাম্বিয়া, জিম্বাবুয়ে, মিয়ানমার, কম্বোডিয়া, ইথিওপিয়া, কিরগিজ প্রজাতন্ত্র, লাও, মঙ্গোলিয়া, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

ইতালিতে করোনা আক্রান্ত এক বাংলাদেশি

ইতালির মিলানে বসবাসরত এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে ওই ব্যক্তির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর।

ইতালিতে প্রতি ঘণ্টায় ৩০ জন করে করোনাভাইরাস রোগী ধরা পড়ছে। এ প্রেক্ষাপটে অন-আর‌্যাইভাল ভিসা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে ভিসা আবেদনের সঙ্গে মেডিক্যাল সার্টিফিকেট দেওয়া বাধ্যতামূলক করেছে সরকার।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো করোনাভাইরাস ধরা পড়ে। এরই মধ্যে মধ্যে অন্তত ৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এর মধ্যে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু চীনে। দেশটির মূল ভূখণ্ডে এ পর্যন্ত ২ হাজার ৯৮১ জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন অন্তত ৮০ হাজার ২৭০ জন।

করোনা আতঙ্কে শুক্রবারের নামাজ বাসায় আদায়ের পরামর্শ তাজিকিস্তানে

করোনা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে পূর্ব প্রস্তুতি হিসেবে তাজিকিস্তান সরকার তার নাগরিকদের মসজিদ এড়িয়ে বাসায় শুক্রবারের নামাজ আদায় করার পরামর্শ দিয়েছে। তবে এখন পর্যন্ত মধ্য এশিয়ার এই দেশে করোনা সংক্রমণের খবর পাওয়া যায় নি। ধর্ম বিষয়ক রাষ্ট্রীয় কমিটির এক মুখপাত্র ফেসবুকে লেখেন, মসজিদে হাজির হওয়ার ক্ষেত্রে পুরোপুরি নিষেধাজ্ঞা দেয়া হয়নি। বেশ কিছু ইমাম এমন অনুরোধ করার পর বিষয়টি বিবেচনাধীন আছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আরও পড়ুনঃ

সর্বশেষ সংবাদ     
কানাডার সংবাদ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 12 =

বিশ্ব

৫৪ হাজার বন্দীকে মুক্তি দিল ইরান

৫৪ হাজার বন্দীকে মুক্তি দিল ইরান

⇒করোনার সংক্রমণ ঠেকাতে ৫৪ হাজার বন্দীকে মুক্তি দিল ইরান ।। ⇒এক যুগ আগে প্রকাশিত বইয়ে করোনাভাইরাসের পূর্বাভাস! ⇒ইতালিতে করোনা আক্রান্ত এক বাংলাদেশি ⇒‘বাংলাদেশও করোনাভাইরাসের উচ্চঝুঁকিতে রয়েছে’ ⇒করোনা আতঙ্কে শুক্রবারের নামাজ বাসায় আদায়ের পরামর্শ তাজিকিস্তানে

চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের অনন্ত ৭০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসে মৃত্যুর সংখ্যায় তৃতীয় অবস্থানে রয়েছে ইরান। তাই নতুন করে করোনা যাতে না ছড়াতে পারে সেজন্য ৫৪,০০০ কারাবন্দীকে সাময়িক মুক্তি দিয়েছে ইরান।

দেশটির বন্দীতে ঠাসা কারাগারগুলোতে নতুন করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতেই এই উদ্যোগ নিয়েছে ইরান।

দেশটির বিচার বিভাগীয় মুখপাত্র গোলামাহোসেইন এসমাইলি বলেন, কোরানায় আক্রান্ত নয়, এটা নিশ্চিত হওয়ার পরই এদের মুক্তি দেয়া হয়। তবে পাঁচ বছরের বেশি দণ্ডপ্রাপ্তদের এই সুযোগ দেয়া হচ্ছে না।

ইরানে করোনায় মৃতের সংখ্যা ৭৭ জন এবং আক্রান্ত  হয়েছেন দুই হাজার ৩৬ জন।

গেল বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে প্রাণঘাতী করোনাভাইরাসে বুধবার পর্যন্ত ৩২০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ৯২ হাজার মানুষ।

এক যুগ আগে প্রকাশিত বইয়ে করোনাভাইরাসের পূর্বাভাস!

বিশ্বজুড়ে প্রায় মহামারীর আকার নিয়েছে নভেল করোনাভাইরাস। চীন থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে ভারত, যুক্তরাষ্ট্র, ইতালি, ইরানসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ হাজার। আক্রান্ত হয়েছেন বহু মানুষ।

মার্কিন লেখিকা সিলভিয়া ব্রাউন। যিনি এক যুগ আগে একটি বই লিখেছিলেন। বইয়ের নাম ‘ইনড অব দ্যা ডে- প্রেডিকশন অ্যান্ড প্রোফেসি’। বইটিতে ১২ বছর আগে একটি ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছিলেন।

ওই বইয়ে তিনি লিখেন, ২০২০ সালের দিকে সারা বিশ্বে একটি ভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়বে।

১২ বছর আগের করা তার ভবিষ্যৎ বাণী সঠিক হলো। ভবিষ্যৎ বাণীটি মিথ্যা নয়। বইটি নিয়ে বর্তমানে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে আলোচনা হচ্ছে।

বইটির মতে, ‘২০২০ সালের মধ্যে সারা বিশ্বে অসুস্থতার মতো মারাত্মক নিউমোনিয়া ছড়িয়ে পড়বে, ফুসফুস এবং ব্রোঙ্কিয়াল টিউবগুলোতে আক্রমণ করবে এবং সমস্ত চিকিৎসা পুনর্বিবেচনা করবে।’

তিনি আরও যোগ করেছেন, অসুস্থতার চেয়ে প্রায় হতবাক হওয়ার বিষয়টি হলো এটি হঠাৎ করেই আসার সাথে সঙ্গে সঙ্গে আবার অদৃশ্য হয়ে যাবে। ১০ বছর পরে আবার আক্রমণ করবে এবং তারপরে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাবে।

বাংলাদেশও করোনাভাইরাসের উচ্চঝুঁকিতে রয়েছে

করোনা ভাইরাস সংক্রমণের উচ্চঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। এমনটাই জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বাংলাদেশসহ মোট ২৫টি দেশ ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এসব দেশের জন্য ৩ কোটি ৭০ লাখ ডলারের জরুরি তহবিলের অঙ্গীকার প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএসএআইডির সংক্রামক রোগবিষয়ক জরুরি রিজার্ভ তহবিল থেকে নভেল করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের উচ্চঝুঁকিতে থাকা ২৫টি দেশের জন্য ৩ কোটি ৭০ লাখ ডলার অর্থায়নের অঙ্গীকার ঘোষণা করেছে মার্কিন সরকার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), অন্যান্য বহুপক্ষীয় প্রতিষ্ঠান এবং ইউএসএআইডির কর্মসূচি বাস্তবায়নকারী অংশীদারদের পরিচালিত প্রকল্পের জন্য এ তহবিল দেয়া হচ্ছে। এটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিশ্রুত ১০ কোটি ডলারের প্রথম কিস্তি।

বাংলাদেশ ছাড়া অন্য যে ২৪টি দেশ এ তালিকায় রয়েছে, সেগুলো হলো আফগানিস্তান, অ্যাঙ্গোলা, ইন্দোনেশিয়া, ইরাক, কাজাখস্তান, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তান, ফিলিপাইন, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, জাম্বিয়া, জিম্বাবুয়ে, মিয়ানমার, কম্বোডিয়া, ইথিওপিয়া, কিরগিজ প্রজাতন্ত্র, লাও, মঙ্গোলিয়া, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

ইতালিতে করোনা আক্রান্ত এক বাংলাদেশি

ইতালির মিলানে বসবাসরত এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে ওই ব্যক্তির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর।

ইতালিতে প্রতি ঘণ্টায় ৩০ জন করে করোনাভাইরাস রোগী ধরা পড়ছে। এ প্রেক্ষাপটে অন-আর‌্যাইভাল ভিসা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে ভিসা আবেদনের সঙ্গে মেডিক্যাল সার্টিফিকেট দেওয়া বাধ্যতামূলক করেছে সরকার।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো করোনাভাইরাস ধরা পড়ে। এরই মধ্যে মধ্যে অন্তত ৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এর মধ্যে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু চীনে। দেশটির মূল ভূখণ্ডে এ পর্যন্ত ২ হাজার ৯৮১ জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন অন্তত ৮০ হাজার ২৭০ জন।

করোনা আতঙ্কে শুক্রবারের নামাজ বাসায় আদায়ের পরামর্শ তাজিকিস্তানে

করোনা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে পূর্ব প্রস্তুতি হিসেবে তাজিকিস্তান সরকার তার নাগরিকদের মসজিদ এড়িয়ে বাসায় শুক্রবারের নামাজ আদায় করার পরামর্শ দিয়েছে। তবে এখন পর্যন্ত মধ্য এশিয়ার এই দেশে করোনা সংক্রমণের খবর পাওয়া যায় নি। ধর্ম বিষয়ক রাষ্ট্রীয় কমিটির এক মুখপাত্র ফেসবুকে লেখেন, মসজিদে হাজির হওয়ার ক্ষেত্রে পুরোপুরি নিষেধাজ্ঞা দেয়া হয়নি। বেশ কিছু ইমাম এমন অনুরোধ করার পর বিষয়টি বিবেচনাধীন আছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আরও পড়ুনঃ

সর্বশেষ সংবাদ     
কানাডার সংবাদ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 4 =