ফিচার্ড সাহিত্য ও কবিতা

আব্দুস সাত্তার বিশ্বাস-এর তিনটি কবিতা

আব্দুস সাত্তার বিশ্বাস-এর তিনটি কবিতা


হেনতালের লাঠি

দুপুরের ঘুম কতদিন পাড়ি নি
রাতের ঘুমও মনে হয় উধাও হয়ে যাবে
দারিদ্র্যের কালসাপ যেভাবে আমাকে তাড়া করতে শুরু করেছে…
আমি দৌড়াব না ঘুমাব…
এই সময় আমার হাতে কেউ যদি একটা হেনতালের লাঠি এনে দিত…
————-

সারাদিনে একটু কিছু খুঁটে খেতে পেলেই হল

আমার শরীরে রয়েছে কবেকার পুরনো জামা
হাজার সেলাই মারা

আমাকে দেখলেই চিনে নেয় রাস্তার পাগলেরা
আমি যে তাদেরই দলের একজন লোক

কোনদিন দেখেছ কোন পাগলের গায়ে নতুন পোশাক, চকচকে কোন কিছু
আসলে পাগলদের কোন শখ থাকেনা

সারাদিনে একটু কিছু খুঁটে খেতে পেলেই হল…
—————-

শুধু একটা আধুলি
আমি কে জানো
আমি একটা হকার
আমি গ্রাম, বাজার, শহর, পাড়া, ঘুরি
সাইকেলে চড়ে
প‍্যাডেল করে
মাল বেচে বেড়াই
হাঁক দিয়ে অলিগলিআমার সাইকেলের পিছনে মাল বাঁধা থাকে
যাই তার কাছে যে ডাকে
দেখি না সে নর কি নারী, হিন্দু নাকি মুসলিম বা অন্য কোন জাতি
মাল বেচা বলে কথা আমার
রোজগার করা বলে কথা আমার
ওসব দেখলে যে চলবেনা আমার
আমার পেটে যে প্রচুর খিদে, আমার খাবার চাই খালিরোদে ঘুরে ঘুরে
শরীর যখন ক্লান্ত লাগে
ধপাস করে আমি বসে পড়ি, রাস্তার ধারে গাছতলায়পথের ধুলো উড়ে এসে আমার গায়ে পড়ে
আমি নাক ধরি না, মুখ ঢাকি না
ওসব ভদ্রলোকদের কাজ, এসি রুমে যাঁদের বাস
আমি তো মানুষই না
আমি শালা একটা হকার
আমার দাম শুধু একটা আধুলি
————


মুর্শিদাবাদ, ভারত

সংবাদটি শেয়ার করুন