খেলা ফিচার্ড

৪ ফেব্রুয়ারী  বেইজিংয়ে  উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শীতকালীন অলিম্পিক গেমস্ শুরু  হয়েছে

৪ ফেব্রুয়ারী  বেইজিংয়ে  উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শীতকালীন অলিম্পিক গেমস্ শুরু  হয়েছে

আজ শুক্রবার ৪ ফেব্রুয়ারী বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস ও বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক ঝামেলাকে সঙ্গী করেই চীনের বেইজিংয়ে  অতি জমকালো ও অতি চমৎকার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে ২৪তম শীতকালীন অলিম্পিক গেমস্। শীতকালীন অলিম্পিক ক্রীড়া প্রতিযোগীতা  চলবে আগামী ২০ ফেব্রুয়ারী পর্যন্ত।

বাংলাদেশ সময় আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় কানাডা  সকাল ৭ টায় বেইজিং এর জাতীয় অলিম্পিক স্টেডিয়ামে এক মনমাতনো ও জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে এবারের শীতকালীন অলিম্পিকের আসর। এবারের অলিম্পিকে মোট ১০৯ টি ইভেন্টে ২৯০০ অ্যাথলেট অংশ নিচ্ছেন। একদিকে, কোভিড-১৯ নিয়ে চীনে কঠোর বিধিনিষেধের বেড়াজাল, অন্যদিকে চীনে মানবাধিকার লংঘনের অভিযোগ তুলে পশ্চিমা কিছু দেশ অলিম্পিক গেমস বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে বেইজিং অলিম্পিকে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, ভারত ও যুক্তরাজ্যের মত বড় দেশগুলো কোনো কূটনীতিককে পাঠায়নি। তবে রাশিয়া, পাকিস্তান ও সৌদি আরবের মত চীনের মিত্র দেশগুলোর প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট বেইজিং অলিম্পিকে অংশ নিতে চীনে গেছেন। এর আগেও চীনে বেইজিং এ ২০০৮ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজন করেছিল। এবার শীতকালীন অলিম্পিক আয়োজন করে রেকর্ড গড়লো চীনের বেইজিং। এত কিছুর মধ্যেও চীনের বেইজিংই একমাত্র শহর যেটি গ্রীষ্মকালীন এবং শীতকালীন দুই অলিম্পিকেরই স্বাগতিক শহর হবার দূর্লভ মর্যাদা অর্জন করলো। চীনে যাতে একজনও কোভিড আক্রান্ত না হয় সেজন্য দেশটি যে “জিরো কোভিড” নীতি নিয়েছে সেই কঠোর নীতি বাস্তবায়নের নতুন উদ্যোগ চলছে এখন দেশটিতে। কাজেই সাধারণ জনগণকে অলিম্পিক দেখার জন্য কোন টিকেট বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে চীনা কর্তৃপক্ষ। অলিম্পিক ইভেন্টগুলো যেখানে হচ্ছে সেখানে বরফের যে ঢাল তার বেশিরভাগই মানুষের তৈরি। ভেতরে যে বরফের প্রতিযোগিতার রিং তৈরি করা হয়েছে, সেখানে বরফ যাতে না গলে তার জন্য হিমশীতল পরিবেশ তৈরি করা হয়েছে।  আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাচ সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার শীতকালীন অলিম্পিক গেমসকে উদ্্বোধন বা উন্মুক্ত ঘোষণা করেন।

সূত্র : সংবাদপত্র ও টিভি নিউজ





সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

 

সংবাদটি শেয়ার করুন