মন্ট্রিয়ল প্রবাসী মনোয়ার হোসেন হাওলাদার আর নেই
সিবিএনএ নিউজ ডেস্ক/২৬ এপ্রিল, ২০২১। মন্ট্রিয়লের বাসিন্দা মনোয়ার হোসেন হাওলাদার আর নেই। বড্ড অসময়ে চলে গেছেন না ফেরার দেশে। গতকাল জুইশ জেনারেল হাসাপাতালে ফুসফুস সংক্রান্ত জটিলতায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন)। মৃত্যূকালে তার বয়স হয়েছিল ৪১বছর।
বাংলাদেশের বরিশালের সন্তান মনোয়ার হোসেন হাওলাদার প্রায় দুই বছর আগে সোনার হরিণ ধরার আশায় মন্ট্রিয়লে আসেন যুক্তরাষ্ট্র থেকে। এর বছর সাতেক আগে স্ত্রী সন্তান রেখে তিনি যুক্তরাষ্ট্র আসেন।
তার কানাডায় স্থায়ী হওয়ার আবেদন প্রক্রিয়াধীন ছিল।
বাংলাদেশের গাজীপুরে তার স্ত্রী এবং দশ ও আট বছরের দু’টি সন্তান রয়েছে।
মনোয়ার হোসেন হাওলাদারের মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছে। তাঁর মৃত্যুতে প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
#সংবাদ সংযোগঃ দেওয়ান মনিরুজ্জামান