টরন্টোতে আবাকান ফ্যামিলি নাইট অনুষ্ঠিত ।। অনুভবে অনুরণনে, প্রীতিডোরে বাঁধি প্রাণ, ছিল অনেক কিছুই, কেন্দ্রবিন্দুতে ছিল মনোমুগ্ধকর নাচ আর গান। বিগত বৎসর গুলোর ধারাবাহিকতায়, হাসি খুশি, আনন্দ অনুভবে ভরপুর হয়ে, ভবিষতে আরও ভালো কিছু করার প্রত্যাশা নিয়ে, প্রতিবারের মত এবারও জমকালো, জমজমাট ভাবে টরন্টোতে আবাকান ফ্যামিলি নাইট অনুষ্ঠিত হলো। শনিবার, ২৬শে জানুয়ারী, ২০২০ কানাডায় বাংলাদেশী […]
কানাডা রাজধানী অটোয়া সিটি কর্তৃক ১৬ই ডিসেম্বরকে বাংলাদেশ বিজয় দিবস ঘোষণা অটোয়া সিটি ১৬ই ডিসেম্বর কে বাংলাদেশ বিজয় দিবস ঘোষণা করে একটি ঘোষণা পত্র বেঙ্গলি কমিউনিটি সার্ভিস সেন্টার (বিসিএসসিসি) কে প্রদান করেন। ঘোষণা পত্রটি সিটি মেয়র জিম ওয়াটসন পক্ষ থেকে আর্নল্ড ম্যাকলিন, চিপ অফ প্রটোকল অফিসার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার চন্দ্রজীত সরকার গ্রহণ করেন। আরো […]
মহিলা আওয়ামী লীগ কানাডা”র আয়োজনে “ঈদ পুনর্মিলনী” লায়লা নুসরাত ক্যালগেরী থেকে । মহিলা আওয়ামী লীগ কানাডা”র আয়োজনে অনুষ্ঠিত হলোভার্চুয়াল “ঈদ পুনর্মিলনী” আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ফারহানা পল্লব। অনুষ্ঠানের শুরুতে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা আক্তার জানু উপস্থিত সম্মানিত অতিথীবৃন্দ,শিল্পী,আবৃত্তিকার ও কলা কুশলী সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি […]