সাহিত্য ও কবিতা

অসভ্য সংকট |||| পুলক বড়ুয়া


অসভ্য সংকট |||| পুলক বড়ুয়া

আমি তো এসেছি নাকি বিমূর্ত ছিলাম
দূরে কিংবা কাছাকাছি আপন ছিলাম

আমাকে দ্যাখার কিছু নেই, অপলক
চেয়ে থাকি—একটি উদয়-অস্ত তুমি;
শুধু তোমাকেই দ্যাখি আমি, দ্যাখে যাই;
দ্যাখি না নিজেকে আমি—দ্রষ্টব্য তো তুমি;
মনে পড়ে, মনে মনে তোমাকেই আমি
খুঁজি ফিরি, অবশেষে, প্রতিনিশিদিন;
যেন বীজগণিতের পাটিগণিতের
গুণ ভাগ যোগ বিয়োগের নির্মিতিতে
সরলাংক মানসাংক অথবা প্রদত্ত
সমীকরণের অসমাপ্ত অংক তুমি;
আমি নিরন্তর তার সমাধান খুঁজি
তোমার সরল সুরের মায়াবী ছায়া-
ছাওয়া সহজিয়া গাঢ়তায় গূঢ়তায়—
প্রয়োজনে—এমনিতে—যেখানেই পাই;
প্রয়োজনে—এমনিতে—যেখানেই যাই;

যেহেতু, বেহায়া ইচ্ছেটার ইচ্ছে মতো
ইচ্ছে হয় ডানা দুটি তুলে উড়ে যেতে
উপড়ে ফেলতে সামাজিক ব্যারিকেড
মহা নীলিমার নিচে মহা খাড়া হয়ে
একটি বলিষ্ঠ ঠিকানায় টানটান
একটি প্রবল ঋজু গন্তব্যে দাঁড়িয়ে
মজবুত দৃঢ়, দড় লক্ষ্যভেদী হতে—

বেয়াড়া লাগাম টেনে ধরা মুশকিল;
কী যে অসভ্যতা কী যে সংকট, বল তো—
বেজায় অসভ্য সে, বেগানা—মানছে না,
জনান্তিকে, এ অবদমন আর্তস্বর
প্রহরে প্রহরে প্রহারের প্রতিশব্দ
প্রহরে প্রহরে প্রহারের প্রতিবিম্ব
প্রতিবর্ণীকরণপ্রসূত প্রতিধ্বনি !

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন