সাহিত্য ও কবিতা

স্বল্পদৈর্ঘ্য ||||  পুলক বড়ুয়া


স্বল্পদৈর্ঘ্য ||||  পুলক বড়ুয়া


ঈশ্বর মুখে মুখে উচ্চারণ করেছেন,
আমরাও তাঁর কথাগুলি মুখে মুখে উচ্চারণ করতাম ।


অবশেষে একদিন তা পবিত্র গ্রন্থ হল;
ওটা ঈশ্বরের জন্যে নয়, আমাদের জন্যে;
অবশেষে একদিন তাঁর জন্যে ঘর হল।
ওটাও ঈশ্বরের জন্যে নয়, আমাদের জন্যে;
আমরা বলি, খোদার ঘর;
ওখানে তিনি বসবাস করেন না;
আমরা বসে বসে তাঁকে ডাকি,
ডেকে ডেকে ফিরে যাই;
ঘরখানা খালি পড়ে থাকে ।
না, শূন্য নয়,
ঈশ্বর নিজেই স্বয়ংসম্পূর্ণ ।


পূত পুঁথি, শুভ নীড়, পবিত্র ঈশ্বরকে
সবাই খুব ভালোবাসেন—
কিন্তু তিনি,—তার ভাবমূর্তি,
কোনো খেয়ালেই মৌলিক মলাটে, বিশুদ্ধ দেওয়ালে
পরম প্রতীকে
তাৎক্ষণিক না;
আমরা তাঁকে সহজে পৃষ্ঠা উল্টে, সহসা দ্বার খুলে,
তাঁর স্বরূপ, তাঁর প্রতিকৃতি-প্রকৃতি—
মুহুর্তে কজন আবিষ্কার করি,
উদ্ভাবন করতে পারি ?


হয়তোবা মুখস্থ-ঠোঁটস্থ-কন্ঠস্থ করি :
তাঁকে নির্মাণ, ধারণ করার মতো
সামর্থ্য কোথায়, যোগ্যতা কই—
কয়জন তাঁকে স্পর্শ করার স্পর্ধা রাখে;
ক্ষমতা নয়, মেধা নয়, প্রতিভা নয়, দর্প নয়—
মননে আমরা ভান্ডারী-সৃজনধর্মী ?
আমাদের অবিনশ্বর আত্মায় অলৌকিক বাঙ্ময় হন তিনি !


হায়, তাঁর পরশ পেতে মাথা কুটে মরাই যেন
কতিপয় কারো জন্যে
লম্বা হাই তোলার মতোন
অনন্ত ঢেঁকুর তোলার মতোন
ওহো, সহি সহজিয়া রোজনামছা


সবচেয়ে প্রিয়তম—চেনা-শোনা-জানা
তড়িঘড়ি আত্মতৃপ্তির পলকপথ,
প্রিয় সহজাত স্বল্পদৈর্ঘ্য সরল সরণী !


 


 

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন