ফিচার্ড সাহিত্য ও কবিতা

গোধূলি নদী  ||||  বিপ্লব ঘোষ

গোধূলি নদী  ||||  বিপ্লব ঘোষ


গুচ্ছ কবিতা
তোমাকে ভালবাসতে বাসতে….
ঠিকানাহীন যাত্রী হয়ে
পথের কুটিরে নিয়েছি ঠাঁই
গোধূলি নদী , এবার যাই ।
——
গোপনেই এসেছিলে যদি
গোপনে কেন গেলে না সখী !
নির্জন নিশিথে  রয়ে গেলে
তুমি নাই জানিলে, জানে গোধূলি নদী ।
——–
আবার যদি আসি ফিরে
পৃথিবীর এই চরাচরে
আমি সব ভুলে গেলেও
ভুলিব না তোমারে
ওগো আমার গোধূলি নদী ।
ভালবাসা কি অমন ফেলনা !
বেশিতো চাইনি আমি
প্রাপ্তি স্বীকারে  এত অনীহা !
ভালবাসারও  সম্মান আছে ।
আমি ভাল আছি
আমার প্রিয় গোধূলি নদী
আমিও মরে যাব ভালবেসে
কোন এক মনমোহনায় এসে ।
সংবাদটি শেয়ার করুন