CBNA English NEWS ফিচার্ড শিক্ষাঙ্গন

স্কুল এবং কমিউনিটি ক্লিনিকে ওয়াশ সুবিধা হস্তান্তর করলো ওয়াটারএইড বাংলাদেশ, WaterAid hands over WASH facilities to school, community clinic

স্কুল এবং কমিউনিটি ক্লিনিকে ওয়াশ সুবিধা হস্তান্তর করলো ওয়াটারএইড বাংলাদেশ, WaterAid hands over WASH facilities to school, community clinic

[Dhaka, 31 August 2023] Modern sanitation and safe water facilities including separate arrangements for girls, have been handed over to Haji Rais Ali Ucchya Bidyalaya (high school) and Rahmatpur Community Clinic in Chhatak, Sunamganj.

WaterAid Bangladesh with support from The Coca-Cola Foundation and iDEA built the facilities under a project styled “Promoting Water Replenishment and WASH Services” for climate vulnerable people. Students, community members and invited guests were present at the events organised on Monday and Tuesday to hand over the new water, sanitation, and hygiene (WASH) facilities.

“Proper operation and maintenance are essential for sustainability of this sanitation complex,” WaterAid Bangladesh’s Country Director Hasin Jahan, said at the school compound, asking teachers and students to take the lead in supervising the complex.

Upazila Nirbahi Officer of Chhatak Mr. Nurar Jaman Chowdhury pledged that similar modern toilet and safe water facilities would be built in other schools in the area.

At the event on the community clinic complex, Partha Hefaz Shaikh, a Director at WaterAid, pointed out that more than half of the community clinics in the country had lack of access to clean water and sanitation facilities. “We are striving to establish a model for the government to ensure that clean water and sanitation services reach even the remotest and hard-to-reach areas,” he said.

Saadia Madsbjerg, President of The Coca-Cola Foundation, said, “Sustainable access to safe water is our strategic priority and we are happy to support the work of our implementing partners in improving water access in Bangladesh.”

স্কুল এবং কমিউনিটি ক্লিনিকে ওয়াশ সুবিধা হস্তান্তর করলো ওয়াটারএইড বাংলাদেশ,

সহযোগিতায় দ্য কোকা-কোলা ফাউন্ডেশন

পানি পুনঃসংস্থান ও ওয়াশ সেবার প্রচারনায় অনন্য মাত্রা অর্জন

[ঢাকা, আগস্ট ৩১, ২০২৩] দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের সহযোগিতায় “প্রমোটিং ওয়াটার রিপ্লেনিশমেন্ট অ্যান্ড ওয়াশ সার্ভিসেস” শীর্ষক প্রকল্পের সফল বাস্তবায়ন সম্পন্ন করেছে ওয়াটারএইড বাংলাদেশ। আয়োজনের অংশ হিসেবে সুনামগঞ্জের ছাতকে হাজী রইস আলী উচ্চ বিদ্যালয় এবং রহমতপুর কমিউনিটি ক্লিনিকে মানসম্মত ওয়াশ সুবিধা উপকরণও কর্তৃপক্ষদের হস্তান্তর করে প্রতিষ্ঠানটি।

২৮ ও ২৯ আগস্ট তারিখে অনুষ্ঠিত এই আয়োজনে শিক্ষার্থী, জনসাধারণ এবং বিশিষ্ট অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন। এর মাধ্যমে অঞ্চলটিতে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য সুবিধা (ওয়াশ) প্রসঙ্গে উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়।

জলবায়ু ঝুঁকির সম্মুখীন জনগোষ্ঠীর কল্যাণে ওয়াশ পরিষেবার পরিসর বৃদ্ধির লক্ষ্যে দ্য কোকা-কোলা ফাউন্ডেশন, ওয়াটারএইড বাংলাদেশ, আইডিইএ এবং ছাতকের স্থানীয় সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রকল্পের উদ্যোগ গৃহীত হয়, যার সফল বাস্তবায়ন জনস্বাস্থ্য, শিক্ষা এবং সম্প্রদায়ের কল্যাণে ওয়াশ সুবিধা নিশ্চিত হবে।

প্রথম দিনে হাজী রইস আলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথিদের মধ্যে ছিলেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নুরের জামান চৌধুরী; পুলিন চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ছাতক; হাসিন জাহান, কান্ট্রি ডিরেক্টর, ওয়াটারএইড বাংলাদেশ; এবং পার্থ হেফাজ শেখ, ডিরেক্টর, প্রোগ্রাম, পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি, ওয়াটারএইড বাংলাদেশ।

ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বলেন, “এই স্যানিটেশন কমপ্লেক্সটিকে টেকসই করার জন্য যথাযথ অপারেশন এবং রক্ষণাবেক্ষণের প্রয়োজন। আমি সকল শিক্ষক এবং ছাত্রছাত্রীদের এই কমপ্লেক্সেটির যথাযথ অপারেশন এবং রক্ষণাবেক্ষণের মাধ্যমে কার্যকর রাখতে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি”।

মোঃ নুরের জামান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, ছাতক, প্রত্যন্ত অঞ্ছলের স্কুলে এমন আধুনিক স্যানিটেশন এবং নিরাপদ পানির ব্যবস্থা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং বিশেষ করে মেয়েদের জন্য আলাদা ব্যবস্থাকে সাধুবাদ জানান।

আয়োজনের দ্বিতীয় দিনে রহমতপুর কমিউনিটি ক্লিনিকে ওয়াশ সুবিধা হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন সিভিল সার্জন ডাঃ আহম্মদ হোসেন, সুনামগঞ্জ; এবং ডা. রাজীব চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ছাতক, সুনামগঞ্জ।

প্রকল্প বাস্তবায়নে ওয়াটারএইড বাংলাদেশ, আইডিইএ এবং সংশ্লিষ্ট সকলের এ প্রচেষ্টাকে সাধুবাদ জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী। কমিউনিটি ক্লিনিকে উন্নত স্যানিটেশন এবং নিরাপদ পানি সরবরাহের জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি ছাতকের প্রত্যন্ত অঞ্চলে আরও বেশি কমিউনিটি ক্লিনিকে এই ব্যবস্থা করে দেয়ার জন্য অনুরোধ জানান।

সিভিল সার্জন স্যানিটেশন কমপ্লেক্স দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং প্রত্যন্ত অঞ্চলে আধুনিক স্যানিটেশন ও পানির সুবিধা নিশ্চিত করার জন্য আয়োজকদের ধন্যবাদসহ কমিউনিটি ক্লিনিকে পর্যাপ্ত ঔষধ সরবরাহের ব্যাপারে প্রতিশ্রুতি দেন এবং পাশাপাশি এখানে ডেলিভারি সেবা চালু করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ প্রদান করেন।

পার্থ হেফাজ শেখ, ডিরেক্টর, প্রোগ্রাম, পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি, ওয়াটারএইড, বলেন “আমাদের দেশের অর্ধেকেরও বেশি কমিউনিটি ক্লিনিকে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা নেই। বাংলাদেশ সরকারের জন্য আমরা শুধু একটি দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করছি যাতে করে প্রান্তিক এবং হার্ড টু রিচ এলাকায় বিশুদ্ধ পানি এবং স্যানিটেশন সুবিধা পৌঁছানো যায়।“

দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাদিয়া মাসবার্গ বলেন, “নিরাপদ পানির টেকসই সংস্থান নিশ্চিতে কোকা-কোলা ফাউন্ডেশন কৌশলগত অগ্রাধিকার দেয়, এবং বাংলাদেশে নিরাপদ পানির টেকসই সংস্থানের উন্নতিতে স্থানীয় অংশীদারদের এই উদ্যোগকে সমর্থন করতে পেরে আমরা গর্বিত।”

এ সময় নিরাপদ পানি, স্যানিটেশন এবং উন্নত স্বাস্থ্য নিশ্চিতের লক্ষ্যে স্কুল এবং কমিউনিটি ক্লিনিকে নবনির্মিত ওয়াশ সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং এ প্রকল্পের মাধ্যমে নিরাপদ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্য সুবিধা নিশ্চিতে সচেষ্ট হবে এই প্রত্যয়ে আয়োজনটির সফল সমাপ্তি ঘটে।



এসএস/সিএ

 

সংবাদটি শেয়ার করুন