আত্মকথন |||| বিশ্বজিৎ মানিক
________________________________________________________
পারছে না আর সইতে খোকা – বাড়ছে ব্যথা বেশ
কোমড় পায়ের যন্ত্রণাতে – বাড়ছে মনে ক্লেশ।
চাকরি খোকার ভালোই ছিল – ছিল জেলার নাজির
সবার আগেই রোজ সকালে – কর্মক্ষেত্রে হাজির।
পদোন্নতির লোভ ছিল তার – হয়েও গেলো তা
ভাগ্য বদল করতে খোকার – পড়লো আঁতে ঘা।
সুখেই ছিল নিজ বাড়িতে – এখন অনেক দুর
স্বজন ছেড়ে হেতায় এসে – কাটলো মনের ঘোর।
জানতো খোকা পদ বদলে – বেতন বাড়ে সবার
ফিক্সেশনে কমলো বেতন – দেখছে এখন তার।
বাড়লো বেসিক একশো টাকা – কমলো আরো বেশি
দুঃখে ভরা মনটি খোকার – চোখবুঁজে দেয় হাসি!
টিফিন ভাতার দুই’শ টাকা – নিয়েই গেলো কেটে
অফিসারের পদটি যখন – ভাগ্যে খোকার জুটে।
স্ত্রী কন্যা তার অরক্ষিত – ঘর বাড়িও সাথে
পরের বাড়ির অন্ন রোজই – পরছে খোকার পাতে।
পথ পানেই চেয়ে থাকে – কন্যাটি তার ছোট
বিশাল বাড়ির অধিবাসী – শুধুই প্রাণী দুটো’।
বদলী যদি না হয় খোকা – চলবে কেমন করে
চাকরি ছেড়েই উঠতে হবে – খোকার আপন ঘরে।
সারাজীবন করছে লালন – থাকতে হবে সৎ
তাইতো খোকা নেয়নি বেছে – ঠিকাদারির পথ।
ঠিকাদারি করেই কেহ – করছে বাড়ি গাড়ি
বেবুক খোকা, আজ দেখি তার শূন্য ভাতের হাঁড়ি।
চাকরি খোকার যে বিভাগে – মান আছে তার খুব
দীর্ঘ সময় কাটলো বাবুর – ত্যজ্য করে লোভ।
ভালোই খোকার চলছিল দিন – খেয়ে ঘরের ভাত
পদোন্নতির পদ পেয়ে সে – পাতবে কেন হাত?
চিকিৎসা ব্যয়, গাড়িভাড়া – দু’টোই এখন লাগে
এ দু’খাতে অর্থ যোগান – লাগতো না তো আগে।
প্রয়োজন আছে চাকরি করার – আরো দু’টো বছর
সে সুযোগটা ভোগের পরে – চলেই যাবে ঘর।
এ মিনতি করছে খোকা – বঙ্গ রাজের কাছে
হৃদয় লালন করছিল যা – হয় না যেন মিছে।
আইনে যদি না হয় বাধা – বদলি করে দাও
খোকাবাবু আগের মতোই – চায় না খেতে ফাও।
০৫/০১/২০২১ খ্রিস্টাব্দ।
এস এস/সিএ