ফিচার্ড সাহিত্য ও কবিতা

আমার অমৃতা |||  ইফতেখার ফয়সাল

আমার অমৃতা |||  ইফতেখার ফয়সাল

সমুদ্রের দিকে মুখ করে ওরা বালির উপর বসলো পাশাপাশি….সৈ বললো-

তুমি  জানোনা শ্রী,তার আগে কতবার চেষ্টা করেও  তোমাকে ভালোবাসি তা কিছুতেই বলে ওঠা হয়নি।হয়ত সেদিন প্রকৃতির সে অনির্বচনীয় রূপ আমাকে দিয়ে বলিয়ে নিয়েছিলো।না হলে হয়ত এ জীবনে আর তোমাকে বলাই হতোনা!

সেদিন যে কি হালকা লাগছিলো নিজেকে এই ভেবে যে যাক তবে এ জীবনেই তোমাকে বলে ফেলা গেছে!”

ওদের উচ্চকিত হাসিতে ভরে উঠলো সমুদ্রতট।

কিছুক্ষণের ধীর স্থির শান্ত শ্রী আবার হয়ে উঠলো ছটফটে ছেলেমানুষ।

চুল গুলোকে চটজলদি বাঁধলো হাতখোপায় আর ক্ষিপ্র গতিতে বালির ঘরটার উপর থেকে ঝিনুকগুলো তুলে ভরতে লাগলো অাঁচলে।

সৈ সবসময়ই  খুব মনযোগ সহকারে ওর এই বৈপরীত্যতা গুলো অনুধাবণ করে।

যখন কবিতা লেখে শ্রী..যেন সাধনায় বসেছে..আশেপাশে কোথায় কি ঘটছে কিছু হুশই থাকেনা ওর।

সৈ দেখে উজ্জ্বল এক জোর্তিবলয় ঘিরে রেখেছে ওকে..সমাহিত শ্রীর মায়াবী অপলক চোখদুটো নিবিষ্ট  কাগজের বুকে আর চলছে কলম অদ্ভুত দ্রুততায়,

কিছু শব্দ আখর লিপিবদ্ধ হয়ে চলেছে মুক্তাক্ষরে।

সে সময় গুলোতে অধীর আগ্রহে অপেক্ষা করে সৈ-কখন ভাঙবে শ্রীর ধ্যান আর ওর মিষ্টি সুরেলা কন্ঠে ফুটে উঠবে নবজাত কবিতাটির আধোবুলি

..একবার..দুবার..বারবার-তারপর ক্রমশ রূপ পাবে পূর্ণাঙ্গ এক কাব্যশিশু..তাদের সন্তান।

এ এক নেশার মত,

বহুদিন হল সৈ এ নেশার কবলে বুদ হয়ে আছে।

 





সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন