ফিচার্ড সাহিত্য ও কবিতা

“আমার শহরে শীত পড়ে না প্রিয়” ||| ইফতেখার ফয়সাল 

“আমার শহরে শীত পড়ে না প্রিয়” ||| ইফতেখার ফয়সাল 
আমার শহরে কুয়াশা পড়ে না, পড়ে অশ্রুযুক্ত ঝাপসা আবরন, যেখানে থাকে শুধুই তোমায় দেখার শত আবেদন। দিন গড়িয়ে যখন সন্ধ্যে নামে, পাখিরা নীড়ে ফিরে, দূরের মসজিদ হতে ভেসে আসে সুমধুর আযানের ধ্বনি, পাশের গ্রামে বেজে ওঠে শঙ্খের সুর তখন বুকের বাঁ পাশ হু হু করে দোলা দিয়ে ওঠে।
এসময় যে যার মতো করে ঘরে ফিরে, ঘরে ফিরে কোনো মায়ার টানে অথচ আমার ঘরে ফেরার কোনো তাড়া থাকে না, থাকে না শাসনের কোনো বাড়াবাড়ি।
আমার শহরে শীত পড়ে না প্রিয়, পড়ে শুধু ভালোবাসার অভাব। এখানে তোমার নামে এখনো গল্প হয়, কবিতা হয়, হয় তোমার স্মৃতিচারণ।
এ শহরে কত মানুষ ঘুরে শুধু তুমি ঘুরতে আস না, এ শহর থেকে তুমি কত দূরে থাকো অথচ চোখ বন্ধ করলে যেন এ শহরের বুকে তুমি মিশে থাকো। এখানে রংধনুর ফাল্গুন আসে ঠিকই কিন্তু তাকে তোমার মতো ভালোবাসতে পারি না, আকাশও নীলে ছেয়ে যায়, গোধূলিও রোজ আসে অথচ তোমার দেখা হয় না।
 আমার শহরে শীত পড়ে না প্রিয়, পড়ে শুধু ভালোবাসার অভাব।
সংবাদটি শেয়ার করুন