বিনোদন

আমি ট্রাম্পের বৌমা , মন্তব্য রাখির

আমি ট্রাম্পের বৌমা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বামে) ও বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। ফাইল ছবি
বলিউড ইন্ডাস্ট্রিতে ‘ড্রামা কুইন’ হিসেবেই আলাদা পরিচিতি রয়েছে অভিনেত্রী রাখি সাওয়ান্তের। কখনো অদ্ভুত ভিডিও শেয়ার, আবার কখনো নিজের বিয়ের খবর-এসব বিষয় নিয়ে সবসময় প্রচারের আলোয় থাকেন তিনি। এবার আরও একবার খবরের শিরোনামে এই অভিনেত্রী। 
 
সম্প্রতি রাখি দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি তার শ্বশুর মশাই! তিনি বলেছেন, আমি ট্রাম্পের বৌমা ।
 
‘ড্রামা কুইন’ ঠিক কী কারণে এমন দাবি করলেন তা অবশ্য নিজেই খোলাসাও করেছেন।তবে তার এই মন্তব্য ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। এ ঘটনায় ট্রলেরও শিকার হন রাখি।
 
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রাখির বিয়ের বেশ কিছু ছবি ভাইরাল হয়ে যায়। মিডিয়া পাড়ায় এমন ছবি ভেসে বেড়ানোর বিষয়ে জানতে চাইলে রাখি জানান, না, বিয়ে তিনি করেননি। ফটোশুটের জন্য ও রকম সেজেছিলেন।
 
কিন্তু পরে আবার নিজেই জানান, তিনি বিয়ে করেছেন। তার স্বামী প্রবাসী। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তাই সে হিসেবে আমি ট্রাম্পের বৌমা ।
 
নিজে সিঁদুর-মঙ্গলসূত্রে সেজে ইনস্টাগ্রামে ছবি দিলেও এখন পর্যন্ত তার স্বামীকে জনসমক্ষে নিয়ে আসেননি রাখি। তবে নতুন বিবাহিত জীবনে তিনি যে বেশ খুশি, সে কথা বারবারই বিভিন্ন লাইভে বলেছেন এই অভিনেত্রী।
 
সম্প্রতি নিজের ভাইয়ের একটি সিনেমা রিলিজের সময় সেখানে উপস্থিত ছিলেন রাখি। সেখানে এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিলেন, ‘বিয়ে করলেন, অথচ রিসেপশন পার্টি দেবেন না?’
 
এর উত্তরে রাখি বলেন,‘ চারিদিকে এত মূল্যবৃদ্ধি। আর তা ছাড়া আমার রিসিপশন তো মোদিজি আয়োজন করবেন।’
 
শুধু তাই নয়, যেহেতু তার স্বামী যুক্তরাষ্ট্র প্রবাসী, তাই রাখির দাবি, সেই সুবাদে ট্রাম্প নাকি এখন তার শ্বশুর মশাই।
 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − eleven =