বিশ্ব

আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধ বন্ধে ইরানের পরিকল্পনা

আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধ

আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধ!

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে চলমান সংঘাত নিরসনে পরিকল্পনা করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেছেন, দ্রুত সময়ের মধ্যে সংঘাতের অবসান ঘটাতে এই পরিকল্পনা তৈরি করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

খাতিবজাদেহ আরও বলেছেন, ইরান এমন একটি পক্ষ যার সঙ্গে আজারবাইজান ও আর্মেনিয়া উভয় দেশের ভালো সম্পর্ক রয়েছে। শুধু সংঘর্ষরত দুই দেশ নয়, আঞ্চলিক অন্য পক্ষগুলোর সঙ্গেও ইরানের সম্পর্ক ভালো।

ইরানের পরিকল্পনায় কারাবাখ সমস্যার সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, এই পরিকল্পনায় আজারবাইজানের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা, সেনা প্রত্যাহার এবং আলোচনা শুরুর কথা বলা হয়েছে।

বিশ্ব সম্প্রদায়কে আর্মেনিয়া-আজারবাইজান চলমান যুদ্ধ বন্ধে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইরান নিজের উত্তর-পশ্চিম সীমান্তের ওপারের ঘটনাবলির দিকে কড়া নজর রেখেছে এবং সংঘর্ষরত পক্ষগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে।

কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে এর মধ্যে দুপক্ষের তিনশ’র কাছাকাছি প্রাণহানি হয়েছে।

সূত্র: পার্সটুডে

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন