দেশের সংবাদ

আ’লীগ নেতার ৫ বছরের ছেলেকে গলা কেটে হত্যা

আ'লীগ নেতার ৫ বছরের ছেলেকে গলা কেটে হত্যা
নিহত আবীর

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গাজিরচর ইউনিয়নের চেয়ারম্যান ও আ’লীগ নেতার ৫ বছরের ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে।

আওয়ামী লীগ নেতা জুয়েল মিয়ার পাঁচ বছরের শিশুপুত্র আবীরকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘাগটিয়া গ্রামে চেয়ারম্যানের বড় ভাই নজরুল মিয়ার বসতঘরের পেছনে এ ঘটনা ঘটে।

নজরুল মিয়ার স্ত্রী রনি আক্তার জানান, জোহরের নামাজের পর তার মেয়ে নবম শ্রেণির ছাত্রী নদীয়া আক্তার ঘরের পেছনে শব্দ শুনে তাকে জানায়। তিনি দ্রুত পেছনে গিয়ে রক্তাক্ত অবস্থায় আবীরকে দেখতে পান। এ সময় তার চিৎকারে বাড়ির ও আশপাশের লোকজন এসে দ্রুত আবীরকে হাসপাতালে নিয়ে যায়।

বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজের জরুরি বিভাগের চিকিৎসক মো. সেলিম জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। শিশুটির গলার সামনের অংশ কাটা ছিল। ধারণা করা হচ্ছে, ছুরি দিয়ে গলার সামনের অংশ কাটা হয়েছে।

আরও পড়ুনঃ সিলেট প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

মানসিকভাবে বিপর্যস্ত চেয়ারম্যান জুয়েল ও তার স্ত্রীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তারা বারবার মূর্ছা যাচ্ছিলেন।

ঘটনার খরব পেয়ে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ্তিময়ী জামান, বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাজিতপুর থানার এসআই আমিনুল ইসলাম জানান, শত্রুতার জের ধরে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান বলেন, তদন্তে সব ঘটনা বের হয়ে আসবে।

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেনআ’লীগ নেতার ৫ বছরের ছেলেকে গলা কেটে হত্যার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, অপরাধী যেই হোক না কেন, তাকে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে।

সিবিএনএ-এর সংবাদ ফেসবুকে  দেখতে হলে  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 18 =