দেশের সংবাদ ফিচার্ড

আসিফ নজরুলকে হাসনাত, ‘ভন্ডামি বাদ দেন স্যার’

hasnat-abdullah

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের ফেসবুক স্ট্যাটাসে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নুরুল হক নূরের ওপর হামলার পর ডক্টর আসিফ নজরুল ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘নুরুল হক নূরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

আইন উপদেষ্টার এই স্ট্যাটাসের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কমেন্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন- প্রতিবাদের কাজ আপনার? ভণ্ডামি বাদ দেন স্যার। যেই জন্য বসানো হইছে সেটা না করে কী কী করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন।’

সূত্র: মানবজমিন

এফএইচ/বিডি


CBNA24  রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।

সংবাদটি শেয়ার করুন