ফিচার্ড সাহিত্য ও কবিতা

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর || পুলক বড়ুয়া

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর || পুলক বড়ুয়া
( ২৯ জুলাই মৃত্যুদিনে )

তুমি মা ভগবতী আর বাবা ঠাকুরদাসের প্রিয় ঈশ্বর
তুমি দীনদুখী অসহায়দের শুশ্রূষাকারী ত্রাতা-ঈশ্বর
তুমি সমাজপতি নও সমাজ সংস্কারক-ঈশ্বর
তুমি আমার বর্ণপরিচয়ের ঈশ্বর
তুমি আমার বাংলা গদ্যের ঈশ্বর
তুমি আমার শিশুশিক্ষার ঈশ্বর
তুমি আমার স্ত্রীশিক্ষার ঈশ্বর

তুমি বহুমুখী প্রতিভার ঈশ্বর
তুমি বুদ্ধিদীপ্ত ধীমান-ঈশ্বর
তুমি উজ্জ্বল মেধাবী ঈশ্বর
তুমি মৌলিক ঈশ্বর
তুমি পন্ডিত ঈশ্বর
তুমি জনৈক সংগ্রামী ঈশ্বর
তুমি একজন সুকঠোর ঈশ্বর

তুমিই তোমার ঈশ্বর
তুমি একমেবাদ্বিতীয়ম
তুমি আমাদের একেশ্বর
তুমি এক একাকী ঈশ্বর
তোমার ছিল না অন্য কোনো ঈশ্বর
তুমি নির্জনতা-নিবাসী ঈশ্বর
তুমি সহজ সরল সংসর্গে ঈশ্বর

অনিবার্য অথচ অপাঙ্ক্তেয় সবকিছুর প্রতি
তোমার এমন মায়া—তাই—তুমি হয়ে গেছ এক দয়ার সাগর দয়াবান-দয়ালু ঈশ্বর, অভাজনের ঈশ্বর
ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
অমূল্য ধন বিদ্যা যদি হয় তুমি এক মহার্ঘ রতন

তুমি কোনো প্রৌঢ় ঈশ্বর নও
তুমি কোনো বৃদ্ধ ঈশ্বর নও
তুমি কোনো মৃত ঈশ্বর নও
তুমি কোনো পরমেশ্বর নও
তুমি কোনো অমৃত ঈশ্বর নও

তুমি এক নবজাগ্রত ঈশ্বর
তুমি এক নিরাপোষ ঈশ্বর
তুমি এক মানবিক ঈশ্বর
তুমি এক নান্দনিক ঈশ্বর‌
তুমি এক সাহসী ঈশ্বর
তুমি এক বাঙালি ঈশ্বর
তুমি এক স্বনামধন্য ঈশ্বর
তুমি এক বিদ্বান ঈশ্বর
তুমি এই বাংলা ভাষার ঈশ্বর
তুমি না প্রাচীন, না মধ্য
তুমি ঊনবিংশ শতাব্দীর ঈশ্বর
তুমি একালের ঈশ্বর
তুমি আধুনিক ঈশ্বর
তুমি আধুনিকোত্তর ঈশ্বর
তুমি উত্তরাধুনিক ঈশ্বর
তুমি এই উপমহাদেশের স্বনামধন্য ঈশ্বর
তুমি এই দীনদুনিয়ার ঈশ্বর

তুমি ইহজাগতিক এক ঈশ্বর
তুমি শাশ্বত এক ঈশ্বর
তুমি ধন্য এক ঈশ্বর
        তুমি সেই ঈশ্বর
        তুমি সেই চন্দ্র
        তুমি সেই বিদ্যা
        তুমি সেই সাগর
তুমি আমার শিরদাঁড়া খাঁড়া সর্বপ্রিয় ঈশ্বর
তুমি আমার স্বাধীন সার্বভৌম স্বতন্ত্র ঈশ্বর
তুমি আমার অপরাজেয় ঈশ্বর

তুমি নও শুধু একজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর



সংবাদটি শেয়ার করুন