ফিচার্ড সাহিত্য ও কবিতা

একগুচ্ছ কবিতা ।।।। তুষার ভট্টাচার্য

একগুচ্ছ কবিতা ।।।। তুষার ভট্টাচার্য


হেমন্তের পর্যটক

হেমন্তের পর্যটক এসে দেখে গেছে
সূর্যাস্তের ঘুরঘুট্টি অন্ধকারে
ব্যর্থ অসফল কবি
ঘুমিয়ে রয়েছে পাণ্ডুলিপি
বুকে নিয়ে নির্জন নদীর পাড়ে ;
তার না কামানো দাড়ি, চুল
রোগাতে শরীর ঢেকে গেছে
মনস্তাপের অশ্রু অক্ষরে l

ক্ষুধার চারণভূমিতে

ক্ষুধার চারণভূমিতে আমি ঝকঝকে
চাঁদের থালায় করে জুঁইফুলের মতন
সাদা ধবধবে গরমভাতের স্বপ্ন
দু’হাতের মুঠোয় উড়িয়ে এনে
ছড়িয়ে দিই হাড়হাভাতে
বুভুক্ষু মানুষের দুঃখী ম্লান চোখে মুখে  ;
তারপর সবাই নিরাশার ঝুলকালি
ঝেড়ে ফেলে জেগে ওঠে ভোরের স্বপ্ন
বুকে নিয়ে l

হৃদয় শূন্য  হলে

হৃদয় শূন্য হলে মনের উঠোনে কখনও উড়ে আসে না
শিশিরের গন্ধ গায়ে মেখে ভোরের শালিক পাখি
জোছনার বৃষ্টিতে ভিজে বুনো ঝোঁপে জ্বলে না
সবুজ জোনাকি ;
হৃদয় শূন্য হলে বিজন রাত্তিরে আধো ঘুমের
ভিতরে নীরবে ভেসে আসে পাতা ঝরার মর্মর গান
আবছা স্মৃতির আয়নায় ফুটে ওঠে দুঃখের খড়কুটো
আর না বলা সব গোপন অভিমান ;
হৃদয় শূন্য হলে আমি নদীর জলে ছুঁড়ে মারি
একমুঠো মাটি সাদা বালি
তারপর ভালবাসা বেদনার অশ্রুটুকু
দু’চোখে মেখে কেটে যায় ধূসর দিনগুলি রাতগুলি l

 

স্বপ্ন সহচরী

নিঝুম রাত্তিরে ঝরা শিশিরের কান্না জলের ভিতরে
যার অভিমানী ম্লান মুখ ভেসে ওঠে
তাকে আমি চিনি  ;
সে ছিল অমল কৈশোরের
রূপকথা স্বপ্ন সহচরী  ;
তাকে আমি আজও  নীরবে খুঁজি
মায়া মৃদঙ্গ জোছনায়
ওই দীঘল আকাশ দিগন্ত রেখায় l



এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন