একজন সুনীল চৌধুরী |||| বিশ্বজিৎ মানিক
ভানুগাছ পরগনার এ গাঁও – কমলগঞ্জ থানায়।
পাকিস্তানের শেষ কালেই তা – ঐতিহ্য হারালো।
বার কয়েক সে এসেছিল – পিসির বাড়িতে।
সূর্যের আলো পড়ে জলে – করতো ঝিকিমিকি।
‘ ভবেশ ‘ এর মা আসতো নিয়ে – করে তাকে কোলে।
দিঘির পাড়েই ছিল কতো – ফল ও ফুলের গাছ।
ভাজা হতো ঘরেই আবার – শালিক ধানের খই।
লম্বা চওড়া মানুষ তিনি – ছিলেন স্বাধীন চেতা।
সে সময়ই ভিড়েছিলেন – কমিউনিস্টদের দলে।
কমিউনিস্ট পার্টি বাতিল করে – শাসক পাকিস্তানি।
আত্মরক্ষা করতেই তিনি – দেশখানা দেন ছেড়ে।
কৈলাশহর কুবঝার গ্রামে – করেন বাসস্থান।
পরিচিতের দেখা পেলেই – বুকে টেনে নিতেন।
আরো কতো লোক ছিল যে – পুরুষ শিশু নারী।
মতি চৌধুরী সহ শতেক – ভারত পানে চলে।
ক্ষুধা থেকে রক্ষা পেতে – খেলেন খিচুরি।
তিনি ছিলেন সুনীল বাবুর – ছোট কালের মিতা।
স্মৃতি হয়েই রইলো এসব – স্বাধীনতার পরে।
সিএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন