সাহিত্য ও কবিতা

একজন সুনীল চৌধুরী ||||  বিশ্বজিৎ মানিক

একজন সুনীল চৌধুরী

একজন সুনীল চৌধুরী ||||  বিশ্বজিৎ মানিক


পিসির বাড়ি ছিল খোকার – বিক্রম কলস গাঁয়

ভানুগাছ পরগনার এ গাঁও – কমলগঞ্জ থানায়।


বিক্রম কলস চৌধুরী বাড়ির – নাম ডাক খুব ছিল

পাকিস্তানের শেষ কালেই তা – ঐতিহ্য হারালো।


ছোট কালে খোকাবাবু – বাবা মায়ের সাথে

বার কয়েক সে এসেছিল – পিসির বাড়িতে।


পিসির বাড়ির সামনে ছিল – বিশাল বড়ো দিঘি

সূর্যের আলো পড়ে জলে – করতো ঝিকিমিকি।


ছল চাতুরী করতো খোকা – নাইতে দিঘির জলে

‘ ভবেশ ‘ এর মা আসতো নিয়ে  – করে তাকে কোলে।


জেলে ভাইদের খবর দিয়ে – ধরা হতো মাছ

দিঘির পাড়েই ছিল কতো – ফল ও ফুলের গাছ।


খাওয়া হতো পিঠা পুলি – মহিষের দুধের দই

ভাজা হতো ঘরেই আবার – শালিক ধানের খই।


পিসতুতো ভাই সুনীল চৌধুরী – কমিউনিস্টদের নেতা

লম্বা চওড়া মানুষ তিনি – ছিলেন স্বাধীন চেতা।


কাশীনাথের ছাত্র ছিলেন – পাকিস্তানের কালে

সে সময়ই ভিড়েছিলেন – কমিউনিস্টদের দলে।


আন্দোলন সংগ্রামে ছিলেন – অগ্র সৈনিক তিনি

কমিউনিস্ট পার্টি বাতিল করে – শাসক পাকিস্তানি।


স্বৈরাচারী শাসকেরা – কমিউনিস্ট পেলেই মারে

আত্মরক্ষা করতেই তিনি – দেশখানা দেন ছেড়ে।


জায়গাজমি ঘরবাড়ি তার – ছেড়েই চলে যান

কৈলাশহর কুবঝার গ্রামে – করেন বাসস্থান।


মুক্তিযুদ্ধের কালে তিনি – আশ্রয়দাতা ছিলেন

পরিচিতের দেখা পেলেই – বুকে টেনে নিতেন।


খোকারা সব যুদ্ধকালে – আশ্রিত তাঁর বাড়ি

আরো কতো লোক ছিল যে – পুরুষ শিশু নারী।


দেওড়াছড়া চা বাগানে – বোমা বর্ষণ হলে

মতি চৌধুরী সহ শতেক – ভারত পানে চলে।


উঠলো গিয়ে তাঁরা সবাই – সুনীল বাবুর বাড়ি

ক্ষুধা থেকে রক্ষা পেতে – খেলেন খিচুরি।


বখতিয়ার সাহেব ছিলেন একজন – কমলগঞ্জের নেতা

তিনি ছিলেন সুনীল বাবুর – ছোট কালের মিতা।


সেই সুবাদে তাঁরও যাওয়া – সুনীল বাবুর ঘরে

স্মৃতি হয়েই রইলো এসব – স্বাধীনতার পরে।


০৯/০৮/২০২০ খ্রিস্টাব্দ।
সংবাদটি শেয়ার করুন