ফিচার্ড সাহিত্য ও কবিতা

স্বপ্ন – স্মরণ ||| রঞ্জনা রায়

স্বপ্ন – স্মরণ ||| রঞ্জনা রায়

(নেলসন ম্যান্ডেলা স্মরণে )


সবুজ চোখে জ্বলন্ত আগুন হিংসার,
কঠিন আঙুলের ভাঁজে – জ্বলন্ত ট্রিগার,
গর্জে ওঠে বার বার – অনেক বার –
প্রবাহিত রক্তের নদী – ধূসর দুস্তর পারাবার।
ঝলসায় কালো মানিক – হিরে ঝলসায় আক্রোশে;

দাঁড়ায় ওদের পাশে।


ওরা হাতাশায় ভেঙে পড়ে – কাঁদে,
দুর্দম স্বৈরাচারীর আক্রমণে – বর্ণবিদ্বেষের অপমানে।
‍ ‘ওরা যে কালো ওরা সৃষ্টির জঞ্জাল –
পৃথিবীর বুক থেকে – ওদের সরাতেই হবে –’
ক্ষমতার আস্ফালন – পশুত্বের কোলাহল।
ওদের শ্বাপদ থাবায় – দম্ভের শ্বেতকেতন।
তুমি এগিয়ে চলো – তোমার হৃদয় তন্ত্রীতে সমবেদনার চেতনা।

উদ্ধত বিক্রমে ধরো বঞ্চিত, শোষিত মানুষের হাত।


সাম্যবাদী তুমি –
মানুষের অধিকার জেতার লক্ষ্যে কালব্যাপী তোমার সংঘাত।
এ পৃথিবীতে মানুষই শানায় অস্ত্র, মানুষের বিরুদ্ধে,
মানুষই বোনে ধান, কাটে মাথা মানুষের, অন্যায় যুদ্ধে।
কালো মানিক কাঁদে – ঝলসায় বিদ্রোহে – প্রতিবাদে।
কালো মানিক সেদিন -৪৬৬৬৪ – ওদের কয়েদে।

আসে ঝড় – প্রবল প্লাবনে চুরমার – সাদাদের বিজয় দম্ভ।


মাদিবা – তুমি – শান্তির দূত –
নিপীড়িত মানুষের মাঝে , উজ্জ্বল আলোক স্তম্ভ।
অসাম্য বিভেদের কালো মেঘে – টাটা –তুমি শত সূর্য আলোক –প্রভা।

পৃথিবীর বুকে – চির – অম্লান তোমার মানব – প্রেমের , শাশ্বত স্বচ্ছ্ব – বিভা।



সংবাদটি শেয়ার করুন