সাহিত্য ও কবিতা

একটি আকাশ  |||| পুলক বড়ুয়া


একটি আকাশ  |||| পুলক বড়ুয়া


তুই কী আমার একা
পাই না যে তোর দ্যাখা ।
আমায় একটু শেখা
একা থাকার লেখা ।

এটা কী তোর দুঃখ দুঃখ খেলা
শেষ হয়ে যায় সাঙ্গ হলে বেলা ?

কেমন করে একলা একা খেলিস এমন খেলা
এটা কী তোর নিজের সঙ্গে নিজের অবহেলা !

একলা সুরে একলা দূরে খেলতে থাকিস আপনপর
কোন সুদূরে কোন নূপুরে জলসাঘর এ খেলাঘর !

আমাকে তুই শুনিয়ে যাস তেপান্তরের গান
বিজনপুরের দিগন্তে অই দাঁড়িয়ে-আহ্বান ।

মাঝে মধ্যে একলা থাকা শূন্যতাকে ডাকা
ভালোবেসে বুকের মধ্যে একটি আকাশ রাখা ।

 





সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন