সাহিত্য ও কবিতা

শিকড় সন্ধানী ||||  বিশ্বজিৎ মানিক


শিকড় সন্ধানী ||||  বিশ্বজিৎ মানিক

সৈয়দ কামাল আহমেদ বাবু ভাই – লিখছে ক’টি বই
বই পড়ে তাঁর জানাই গেলো – কতো না তথ্যই।


খোকার বাড়ির পাশের গাঁয়ে – ঘরটি আছে তাঁর
দু’টি ছেলে, স্ত্রীকে নিয়ে – তাঁর হলো সংসার।


কামাল আহমেদ বাবু ভাই – খুবই  গুণী মানুষ
গুণীজনের মান দিতে তাই – হারিয়ে যায়না হুঁশ।


সম্পাদনা করেন তিনি – স্কুলের সংকলন
নামকরণটি করেছিলেন – তিনিই ” রোমন্থন “।


হীরকজয়ন্তী সামনে রেখেই – ইহার প্রকাশনা
বইটি ছাপার সাথে ছিল – খোকার আনাগোনা।


রাজনীতিবিদ, সমাজসেবক – শিক্ষানুরাগী তিনি
তিনি হলেন সৃষ্টিকর্মের – শিকড়ের সন্ধানী।


ধর্মীয় উত্তরাধিকার নিয়ে  – প্রথম বইয়ের প্রকাশ
‘ রক্তের ধারা’র তথ্য আছে – যেন সম আকাশ।


‘ কালের খেয়ায় দীপ্র যারা ‘ – দ্বিতীয় প্রকাশনা
এ বই তাঁকে দিয়েছে এনে – প্রভূত সম্মাননা।


রাজনীতিতে বহমান – জাতীয়তাবাদের ধারা
লিখেন কিন্তু তাঁদের নিয়ে – দীপ্র প্রদীপ যাঁরা।


দল, ধর্ম আর জাতিভেদ – থাকেনা তাঁর লেখায়
বইটি হলো ভরপুর তাঁর – গুণীজনের মেলায়।


সাইফুর রহমান স্থান পেয়েছেন – বইটিতে তাঁর যেমন
সৈয়দ মহসীন আলীর অবস্থানও – আছে তাঁরই মতন।


সাইফুর রহমান ছিলেন খুবই – স্বনামধন্য লোক
তাঁর মরণে মহসীন আলী – জানিয়েছিলেন শোক।


দুই জনইতো মন্ত্রী ছিলেন – ছিলেন মোদের গৌরব
মরণের পরেও তাঁরা – ছড়িয়ে যাচ্ছেন সৌরভ।


বীর মুক্তিযোদ্ধা আজিজ ভাইকে – নিয়েও আছে লেখা
জাতীয়তাবাদী বাবু ভাই – করেন গিয়ে দেখা।


দল মতের উর্ধ্বে উঠে – করেন গুণের গান
গুণীজনের কাছে আছে – প্রভূত তাঁর সম্মান।


এখন তিনি লিখতে যাচ্ছেন –  ‘শিকড়ের সন্ধানে ‘
ব্যস্ত আছেন সদাই তিনি – তথ্য অনুসন্ধানে।


খোকার সাথে কথা হয় তাঁর – লেখালেখি নিয়ে
সহযোগিতার বাড়িয়ে দেন হাত – তিনি তথ্য দিয়ে।


অভিনন্দন জানায় খোকা – বাবু ভাইয়ের প্রতি
‘শিকড়ের সন্ধানে’ বইটি – বেরুক দ্রুত অতি।


১৪/০৭/২০২০ খ্রিস্টাব্দ।


 

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন