ফিচার্ড সাহিত্য ও কবিতা

একটি মরা বিকেল / বিপ্লব ঘোষ

একটি মরা বিকেল / বিপ্লব ঘোষ


 
এই বিকেল আর দেখা হবে না। শেষ বিদায় কেমন রাঙিয়ে দিয়ে চলে যাচ্ছে আঁধারের কোলে বিলীন হবে বলে ।ট্রেনের জানালায় বসে একটি বিকেল জীবন দেখলাম। মনে হলো, যে ঢেউ চলে যায় সে-ও আর ফেরে না। যে  ফুল ঝরে যায় সে-ও তো আর আসে না।
 
এই বিকেলের চলে যাওয়া দেখে মন এমন উতল কেন হলো !
সংবাদটি শেয়ার করুন