কন্যা জায়া জননী ||||| বিশ্বজিৎ মানিক
কন্যা শিশু দেখছি তোমায় – চড়ছো বাবার ঘাড়ে
স্বামীর বাড়ি যাবে তুমি – গয়নাগাটি পড়ে
ডাকবে তোমায় মা মা বলে – ছেলে পুলে হলে
নিরাপত্তা নেই যে তোমার – সব লোকে তাই বলে।
কন্যা জায়া জননী হলো – তোমার তিনটি ধারা
সম্মান তোমায় তারাই দেবে – বুঝবে তোমায় যারা
পুরুষরূপী নরাধমেরা – পশুর সমতুল্য
কেমন করে বুঝবে মাগো – তারা তোমার মূল্য ?
বলছি মাগো তোমার পিতা – সাবধানেতে চলো
সুযোগ নিতে নরপিশাচ – করবে কতো ছল
অসাবধানে যায় যদি মা – পিছলে তোমার পা
কাঁদবে তুমি নিরব বসে – কাঁদবে বাপ আর মা।
শেয়াল কুকুর খোঁজছে তোমায় – দেখছি চারিদিকে
এসব দেখেই মনটি বাবার – হচ্ছে যে আজ ফিকে
শক্ত মনেই লড়তে হবে – তোমরা সবাই মাঠে
ভেঙে দিতে হবেই পশুর – হাঁড়ি এবার হাঁটে।
নিরাপত্তা আছে কোথায় – দেখছে না তো বাবা
ভণ্ডসাধু মোল্লা পুরোত – মারছে দেখি থাবা
ভিক্ষু ফাদার গুরু মুরশিদ – যাচ্ছে না কেউ কম
বাঁচতে হলে এদের থেকে – হতেই হবে বোম।
ভালো মানুষ সেজে বেড়ায় – বখাটেরা মিলে
ধ্বংস করে দেবেই জীবন – সুযোগ তারা পেলে
বলবে কথা মিষ্টি হেসে – দেখবে তাদের ভালো
বাহির দিকটা সাদা হলেও – ভিতর কিন্তু কালো।
তাইতো মা গো উচিত তোমার – সাবধান হয়ে চলা
কন্যার প্রতি সব বাবাদের – এই কথাটি বলা
কন্যা জাতি মায়ের জাতি – বুঝতো যদি খল
অত্যাচারে কলঙ্কিত – করতো কি মা বল?
চিল শকুনির থাবা মা গো – বড়ই ভয়ংকর
খাদ্য ভেবেই তৃপ্তি সুখে – কাটছে কতো আচর
গিন্নিপনা শেখার সাথেই – শিখতে হবে কল
নইলে মা গো ভেঙে দেবে – তোমার মনোবল।
সেপ্টেম্বরের ত্রিশ তারিখে – কন্যা শিশু দিবস
দেখতে বাবা চায় না মা গো – তোমার বদন বিরস
ত্রিশূল নিয়েই করতে হবে – শত্রু নিধন তুমি
বিচরণের ক্ষেত্র তোমার – হবেই জন্মভূমি।
০১/১০/২০২০ খ্রিস্টাব্দ।
সিএ/এসএস
সর্বশেষ সংবাদ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন