সাহিত্য ও কবিতা

অবিমৃষ্যকারী হস্তী হন্তারক ।।।। বিশ্বজিৎ মানিক

অবিমৃষ্যকারী হস্তী হন্তারক
-বিশ্বজিৎ মানিক

ভারতের কেরালা রাজ্যের – মালাপ্পুরম বনে
বহু জাতের বন্য প্রাণীর – বাস একই সনে।

প্রাণীগুলো খাদ্যের খোঁজে – লোকালয়ে আসে
ঘাতক মানুষ, আছে কিছু – প্রাণটা তাদের নাশে।

প্রাণের মালিক সৃষ্টিকর্তা – প্রাণটা নিবেন তিনি
কারো হাতে নেই ক্ষমতা – সংহার  করবেন যিনি।

আজকালকার মানুষগুলো – হচ্ছে বেপরোয়া
তাদের হাতেই মানুষ, পশুর – যাচ্ছে যে প্রাণ খোয়া।

যে হাতিটি মরলো তথায় – খাবার খোঁজে এসে
মানুষরূপী নরাধমের – বিস্ফোরণের বিষে।

আনারসে বোম ঢুকিয়ে – দিলো তাকে আহার
করলো তারা বিস্ফোরকে – হাতিটি সংহার।

বিস্ফোরণের শব্দে যখন – হাতি শিউরে ওঠে
আঘাত পেয়ে, পাগল প্রায়ে – গ্রামের পথে ছুটে।

অন্তঃসত্ত্বা ছিল হাতি – বাচ্চা পেটে মিলে
বোমায় আঘাত পেয়ে নামে – ভেলিয়ারের জলে।

ক্ষুধার জ্বালায় বন্য প্রাণী – খাবার যখন খোঁজে
ঘাতক আছে লোকালয়ে – তারা কি আর বুঝে।

সৃষ্টির সেরা শ্রেষ্ঠ জীব – মানুষ নাম ধরে
অবলা প্রাণী তোদের হাতে – কেমন করে মরে?

বোমার আঘাত পেয়ে যখন – হাতি পাগল হয়
ধ্বংস করে, পারতো দিতে – তোদের লোকালয়।

তা না করে, ঐ হাতিটি – নামলো নদীর জলে
কান্নাকাটি করলো সেথায় – অভিমানের ছলে।

অনেক চেষ্টার পরেও সে – উঠে আসে নাই
হতে পারে, একটি কারণ – তোদের উপর ঘৃণাই।

পশু পাখির প্রেমিক যারা – করছে প্রতিবাদ
গ্রহণ করতে, হবেই তোদের – জেলের ভাতের স্বাদ।

বন্য প্রাণী হাতিটিকে – মারলি কেন তোরা?
পার পাবে কি ভাবছো তাকে হত্যা করলে যারা?

বন্য প্রাণী সুরক্ষা আইন – আছে সংবিধানে
মামলা তোদের, খেতেই হবে – এই আইনের অধীনে।

জেগে গেছে আজ পৃথিবীর – সকল বিবেকবান
আর নেবেনা অকারণে – পশু পাখির প্রাণ।

মানুষ রূপে জন্ম নিয়ে – বিবেক ছাড়া হলে
মনুষ্য জনম তোদের – যাবেই বিফলে।

০৬/০৬/২০২০ খ্রিস্টাব্দ।

 

 

সি/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন