কপালে টিপ দিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সংহতি
কপালে টিপ পরার জন্য একজন শিক্ষিকাকে হয়রানির প্রতিবাদ জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। একই সঙ্গে তারা ভিকটিমের প্রতি সংহতিও প্রকাশ করেন।
দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত কর্মকর্তাদের টিপ পরিহিত ছবি প্রকাশ করে লেখা হয়- ” এ সপ্তাহে টিপ পরার জন্য একজন পুলিশ কর্তৃক এক শিক্ষিকা লাঞ্ছিত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশকারী সকল বাংলাদেশির সাথে যুক্তরাষ্ট্র দূতাবাস সম্প্রদায় যোগ দিয়েছে। যেকোনো ধরনের হয়রানি অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্র দূতাবাসের সদস্যগণ বাংলাদেশের মানুষের বিভিন্নতা উদযাপনপূর্বক সকল ব্যক্তির প্রতি সম্মানের আহ্বান জানিয়ে উক্ত শিক্ষিকা ও হয়রানির শিকার সকলের সাথে সংহতি জানিয়ে কপালে টিপ পরেছেন।”
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান