প্রাণঘাতী করোনাভাইরাসকে ঠেকানোর প্রতিরোধক ও প্রতিষেধক তৈরির চেষ্টা করে যাচ্ছেন বিজ্ঞানীরা। কিন্তু এখন পর্যন্ত সাফল্যের খবর না পাওয়া গেলেও এই রোগের চিকিৎসা কেমন হতে পারে, তা জানালেন ভারতের হিন্দু মহাসভার প্রেসিডেন্ট স্বামী চক্রপাণি মহারাজ। তিনি বলেছেন করোনাভাইরাস রোগের চিকিৎসায় গোমূত্র-গোবর! ব্যবহার করলেই সারবে।
গতকাল শুক্রবার তিনি বলেছেন, করোনাভাইরাসজনিত রোগের চিকিৎসায় গোমূত্র ও গোবর ব্যবহার করা যেতে পারে। এ ছাড়া ‘নভেল করোনাভাইরাস হত্যা করতে এবং বিশ্বে এই ভাইরাসের প্রভাব বন্ধ করতে’ বিশেষ যজ্ঞ করা হবে বলেও জানান তিনি।
চক্রপাণি বলেন, ‘গোমূত্র ও গোবর গ্রহণ করলে সংক্রামক করোনাভাইরাসের প্রভাব বন্ধ হয়ে যাবে। যে ব্যক্তি ‘ওঁম নমঃ শিবায়’ বলবেন এবং গোবর গায়ে মাখবেন, তিনি রক্ষা পাবেন। করোনাভাইরাস মারতে শিগগিরই বিশেষ যজ্ঞ করা হবে।’
চীনে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৫৯ জনের মৃত্যু হয়েছে। এ ১২ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
ভারতে এরই মধ্যে করোনাভাইরাস আক্রান্ত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।