ফিচার্ড বিশ্ব

কানাডা ইমিগ্রেশন এর ‘মিথ’ নিয়ে লাইভ আলোচনা বুধবার

কানাডা ইমিগ্রেশন
ছবিঃ সংগৃহীত

কানাডার ইমিগ্রেশন নিয়ে খবর যতটা না ছড়ায় তার চেয়ে বেশি প্রচারিত হয় গল্প। সেই গল্পগুলোয় বাস্তবতার ছোঁয়া কতটা থাকে, সেটা বিশ্লেষণ করাও কঠিন হয়ে পড়ে কখনো কখনো। মানুষের মুখে মুখে, অনলাইনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে , ইউটিউবে এমনকি মূলধারার পত্রপত্রিকায়ও এমন সব খবর প্রচারিত হয়, যেগুলো আসলে মিথকেও হার মানায়।

সেইসব ‌‘মিথে’ বিশ্বাস করে অনেক মানুষ প্রতারিত হয়, ক্ষতিগ্রস্ত হয় আর্থিকভাবেও। কানাডা ইমিগ্রেশনের নানা রকমের মিথ নিয়ে ‘শওগাত আলী সাগর লাইভের’ এই সপ্তাহের আলোচনা ‘কানাডা ইমিগ্রেশনের মিথগুলো’।

আলোচনা করবেন এডুকেশন কনসাল্টিং এজেন্ট কায়েসুর রহমান, ইউটিউব ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিশেষজ্ঞ সিদ্দিকুর রহমান এবং ইমিগ্রেশননিউজ২৪ ডটকমের সম্পাদক উজ্জল দাশ। সঞ্চালনায় থাকছেন কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর।

আগামী ২৪ ফেব্রুয়ারি (বুধবার) টরন্টো সময় রাত ৯টা এবং বাংলাদেশ সময় ২৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ৮টায় আলোচনাটি সরাসরি সম্প্রচারিত হবে Shaugat Ali Sagor Live Facebook Page এই ইউটিউবে।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন