করোনার বিরুদ্ধে যুদ্ধ, আবারও সুস্থ হওয়ায় রেকর্ড গড়ল ইতালি ।। ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমতে শুরু করেছে। আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে গত সোমবার (৪ মে) থেকে শিথিল হয়েছে লকডাউন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ইতালিতে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী সুস্থ হয়েছেন। এদিন ৮ হাজার ১৪ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দেশটিতে করোনা শনাক্তের পর থেকে এটাই সবচেয়ে বেশি সুস্থ হওয়ার রেকর্ড। এ নিয়ে দেশটিতে করোনা থেকে সুস্থ হলেন মোট ৯৩ হাজার ২৪৫ জন।
ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সির দেওয়া তথ্যানুযায়ী, বুধবার মৃতের তালিকায় যুক্ত হয়েছেন ৩৬৯ জন। সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪৪৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৬৮৪। আক্রান্ত মানুষ ২ লাখ ১৪ হাজার ৪৫৭ জন।
সিবিএনএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন