বিশ্ব

করোনা নিয়ে চীনের বিরুদ্ধে তদন্তের পক্ষে ১২০টি দেশের সম্মতি

করোনা নিয়ে চীনের বিরুদ্ধে তদন্ত

 

করোনা নিয়ে চীনের বিরুদ্ধে তদন্তের পক্ষে ১২০টি দেশের সম্মতি!

কভিড-১৯ করোনাভাইরাস মোকাবেলায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘একাকী যোদ্ধা’ হিসেবে আখ্যা দিয়েছিল রাশিয়া। এবার তারাই প্রাথমিকভাবে চীনের করোনা ব্যবস্থাপনা নিয়ে তদন্তের পক্ষে সম্মতি দিয়েছে। করোনার নিয়ে তদন্তের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালনা পর্ষদে অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নের তোলা প্রস্তাবে সায় দিয়েছে ১২০টির বেশি দেশ। করোনাভাইরাসের উৎস কী সে বিষয়েও তদন্তের দাবি জানানো হয়েছে।

গত বছর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ছড়িয়ে পড়ে। বিশ্বের সব দেশেই ছড়িয়েছে করোনাভাইরাস। সবচেয়ে মৃত্যু ও সংক্রমণ ঘটেছে যুক্তরাষ্ট্রে। চীন এ ভাইরাস সম্পর্কে তথ্য গোপন করেছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। তবে চীন সে দাবি অস্বীকার করেছে।

এবার যুক্তরাষ্ট্র তদন্তের প্রস্তাবে সায় দেওয়ার পাশাপাশি তাইওয়ানকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পর্যবেক্ষকের মর্যাদা দেওয়ার জন্যও মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে। এতে দ্বিমুখী চাপে পড়েছে চীন। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ মনে করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটি।

 

প্রাণী নয়, উহানের বাজারে একব্যক্তিই ছড়ায় করোনা

করোনাভাইরাস উহানের হুয়ানান সাউথ চায়না সিফুড মার্কেটের প্রাণী থেকে নয়, ওই বাজারে একজন মানুষ থেকে ছড়িয়েছে। দাবি জীববিজ্ঞান বিশেষজ্ঞদের। ভাইরাসটি মানব সংক্রমণের আগেই মানুষের শরীরে স্থিতি ছিল।

গবেষণাটি করেছেন হার্ভার্ড অ্যান্ড ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজির গবেষণা ইউনিট ব্রড ইন্সটিটিউটের বিজ্ঞানী চ্যান এবং ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়েরে জীববিজ্ঞানী ঝান। তারা বলেছেন, নতুন করোনভাইরাসটি মানুষের মধ্যে আগেই স্তিতিশীল অবস্থায় ছিল। উহান বাজারের কোনো এক ব্যক্তির মাধ্যমে তা ছড়িয়ে পড়েছে।

যদিও এর আগে উহানের একটি বন্যপ্রাণীর বাজার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল বলে দাবি করেছিল চীন।

বেইজিংয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছিল, ভাইরাসটি হুয়ানান বাজারের একটি প্রাণী থেকে ছড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও তাদের দাবি সমর্থন করেছে। পরে সংস্থাটি বাজার পরিদর্শনে টিম পাঠিয়েছিল। বাজারটি থেকে প্রাণীর নমুনা নেয়া হয়েছিল। তবে চার মাস পেরিয়ে গেলেও বিদেশি বিজ্ঞানীদের সঙ্গে তা শেয়ার করা হয়নি।

এদিকে, চীনের ২৩০ শহরের ৬ লাখ ৪০ হাজার মানুষ করোনা আক্রান্ত বলে নতুন একটি নথি ফাঁস হয়েছে। অথচ দেশটির দাবি, তাদের মোট ৮৪ হাজার ২৯ জন আক্রান্ত হয়েছেন।

সূত্রঃ বিডি প্রতিদিন

 

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন