নানা ঘটনাচক্রের পর ভারত ছেড়েছেন লিওনেল মেসি। হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লিতে দারুণ সফর কাটলেও, কলকাতায় আর্জেন্টাইন মহাতারকার অনুষ্ঠান ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়ে যুবভারতী স্টেডিয়াম (সল্টলেক স্টেডিয়াম)। এক পর্যায়ে মেসি ও আগত দর্শকদের কাছে ক্ষমাও চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে নির্ধারিত সময়ের আগেই ভেন্যু ত্যাগ করার কারণে বিশৃঙ্খলার দায় মেসিকেই দিচ্ছেন ভারত ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক সুনিল গাভাস্কার।
সল্টলেক স্টেডিয়ামে মেসি যতক্ষণ ছিলেন, পুরোটা সময় তাকে ঘিরে রাখেন নেতা-মন্ত্রীরা। এ কারণে তিনটি জায়ান্ট স্ক্রিনেও আর্জেন্টাইন অধিনায়কের চেহারা ভালোমত দেখতে পারেনি আগত দর্শকরা। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে ভাঙচুর শুরু করে তারা। এমন পরিস্থিতিতে স্রেফ ২০ মিনিটের মধ্যেই ভেন্যু ত্যাগ করেন ৩৮ বছর বয়সী মেসি। এ কারণেই মেসি ও তার দলবলকে দোষারোপ করেন গাভাস্কার। স্পোর্টস্টারে প্রকাশিত এক কলামে ৭৬ বছর বয়সী গাভাস্কার লেখেন, ‘সম্প্রতি কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ঘটে যাওয়া ঘটনার সময় আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি ঘোষিত সময়ের তুলনায় অনেক কম সময় উপস্থিত ছিলেন। এ ঘটনায় সবাইকে দোষারোপ করা হয়েছে, শুধু সেই ব্যক্তিকে নয়, যিনি তার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন। অবশ্য তার চুক্তির বিস্তারিত প্রকাশিত হয়নি। তবে যদি তার এক ঘণ্টার জন্য স্টেডিয়ামে থাকার কথা থাকে এবং তিনি যদি সময়ের আগে চলে যান, তবে যে ভক্তরা যথেষ্ট অর্থ দিয়ে টিকিট কিনেছিলেন, তাদের জন্য এটি হতাশার। তাহলে মূল দোষী তিনি এবং তার সহযোগীরাই।’
নেতা-মন্ত্রীদের মেসিকে ঘিরে রাখার বিষয়ে গাভাস্কার লেখেন, ‘হ্যাঁ, তিনি রাজনীতিবিদ ও তথাকথিত ভিআইপিদের দ্বারা ঘিরে ছিলেন, তবে তার বা তার সহযোগীদের কোনো নিরাপত্তা হুমকি ছিল না। তার কি শুধু স্টেডিয়ামে ঘুরে বেড়ানোর কথা ছিল, নাকি কার্যকর কিছু, যেমন পেনাল্টি কিকও নিতে পারতেন? যদি তা হতো, তবে তার চারপাশের সবাইকে সরতে হতো এবং জনতাও তাদের নায়ককে সেই কাজ করতে দেখতেন, যা তারা দেখতে এসেছিলেন।’ ‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর কলকাতার আয়োজকদের ওপর সব দোষ চাপানোর আগে সব দিকই খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি।
বিশৃঙ্খলার কারণে মাঝপথ থেকেই ফিরে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পরিস্থিতির জন্য ক্ষমা চেয়ে তদন্ত কমিটি গঠনের কথা জানান তিনি। পরে বিমানবন্দর থেকে মেসিকে ভারতে আনার মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করে তাকে ১৪ দিনের রিমান্ডে পাঠানো হয়।
সূত্র: মানবজমিন
এফএইচ/বিডি
CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।


