বিশ্ব

কলোরাডোর সুপারশপে বন্দুকধারীর হামলায় পুলিশসহ ১০ জন নিহত

কলোরাডোর সুপারশপে বন্দুকধারীর হামলায় পুলিশসহ ১০ জন নিহত

সিবিএনএ অনলাইন ডেস্ক/২৩ মার্চ।  যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একটি গ্রোসারি মার্কেটে নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় ১০ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

সন্দেহভাজন ব্যক্তিকে আটক করার মধ্য দিয়ে বোল্ডার শহরের কিং সুপার মার্কেটের এ ঘটনার অবসান হয়। সন্দেহভাজন এই ব্যক্তিটির গায়ে কোন জামা ছিল না, সে ছিল আহত।

গুলিবর্ষণের ঘটনাটি অনেক প্রত্যক্ষদর্শী মোবাইল ফোন ব্যবহার করে ইউটিউবে সরাসরি সম্প্রচার করেন।

ঘটনাটির সূত্রপাত হয় স্থানীয় সময় বেলা আড়াইটায়। এ সময় সন্দেহভাজন ওই ব্যক্তি সুপারশপটিতে ঢুকে গুলি শুরু করেন।

বোল্ডার পুলিশ বিশ মিনিট পর টুইট করে জানায় যে কিং সুপারে একজন সক্রিয় বন্দুকধারী আছে।

দু ঘণ্টা পর পুলিশ ওই এলাকায় এড়িয়ে চলার জন্য সবাইকে সতর্ক করেন।

একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচার না করতেও পরামর্শ দেয় তারা।

কিং সুপার গ্রোসারি নামের দোকানটিতে নির্বিচার গুলিবর্ষণের পর সেখান থেকে প্রাণে বেঁচে যাওয়া কয়েকজন।

তারপরেও ক্যামেরায় ধরা পড়া দৃশ্যে হামলার শিকার কয়েকজনকে দেখা যায় সুপার শপের কাছে।

“আমি জানিনা কি হচ্ছে.. গুলির শব্দ শুনেছি, কেউ পড়ে গেলো,” ক্যামেরাম্যান চিৎকার করে বলছিলেন।

ভিডিওতে দেখা যায় পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে ফেলছে।

কলোরাডো গভর্নর জেয়ার্ড পলিস টুইট করে সমবেদনা জানিয়েছেন।

প্রেসিডেন্ট জো বাইডেনকে ঘটনাটি জানানো হয়েছে বলে হোয়াইট হাউজ জানিয়েছে।

-সূত্রঃ বিবিসি


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন