কানাডার সংবাদ

কানাডার অন্টারিও প্রভিন্সে ৩ থেকে ১৫ হাজার মানুষ মৃত্যুবরণ করবে- ড. পিটার

কানাডার অন্টারিও প্রভিন্সে dr-peter-donelli

 

কানাডার অন্টারিও প্রভিন্সে ৩ থেকে ১৫ হাজার মানুষ মৃত্যুবরণ করবে- ড. পিটার ! কোভিড-১৯ এর কারণে তিন থেকে ১৫ হাজার মানুষ মৃত্যুবরণ করতে পারে অন্টারিও প্রভিন্সে। বলেছেন অন্টারিও প্রভিন্সের জনস্বাস্থ্য বিভাগের প্রধান ড. পিটার ডনেলি।

আজ শুক্রবার জনসাধারণে উদ্দেশে দেওয়া বক্তব্যে এ আশংকা ব্যক্ত করেছেন। তিনি আারও বলেছেন  যদি বোর্ডার বন্ধ না হতো, যদি প্রভিন্সের নাগরিকরা জনস্বাস্থ্য বিভাগের নিয়ম না মানতেন এবং ঘরে স্বেচ্ছায় বন্দি না থাকতেন কিংবা দুরত্ব বজায় রেখে না চলতেন তাহলে একশ হাজার মানুষ মৃত্যুর সম্ভাবনা রয়েছিলো। এই  প্রভিন্সে শুধু এপ্রিল মাসে ১৬শ মানুষ মৃত্যুবরণ করবে কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। ৮০ হাজার মানুষ আক্রান্ত হবে। কোন ধরনের সতর্ক অবলম্বন না করলে তিন শ’ হাজার আক্রান্ত হবার সম্ভাবনা ছিলো।

আজ শুক্রবার এ সংবাদ লেখা পর্যন্ত কানাডার অন্টারিও প্রভিন্সে নতুন আত্রান্তের সংখ্যা ৪৬২,  মোট আক্রান্তের সংখ্যা ৩২৫৫ জন, মৃত্যুবরণ করেছেন ৬৭ জন, ভালো হয়েছেন ১০২৩ জন।  সারা কানাডায় আক্রান্তের সংখ্যা ১১,৭৫৫ জন, মৃত্যু ১৫২ জন এবং ভালো হয়ে উঠেছেন ১৯৩৭ জন। তবে এখনো ক্যুইবেক প্রভিন্সে আক্রান্তের সংখ্যা অন্যান্য প্রভিন্সের চেয়ে বেশি।

 

সিবিএনএ/এসএস


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =