কানাডায় প্রথম করোনায় আক্রান্ত বাংলাদেশি ক্যানাডিয়ানের মৃত্যু হয়েছে। কানাডার রাজধানী অটোয়া বাংলাদেশি প্রবাসী কোভিড-১৯ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন একজন শ্রমজীবি। তাঁর নাম শরিয়ত উল্ল্যা। ২০ মার্চ থেকেই তিনি অসুস্থতবোধ করলেও গত আট দিন ধরে অটোয়ার ক্যুইন্সওয়ে কার্লটন হাসপাতালে আইসিউতে ছিলেন। গতকাল তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। স্ত্রী, দু কন্যা ও এক ছেলে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কানাডা প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। হাসপাতাল থেকে ছাড়পত্র ও সবকিছু ঠিক থাকলে আগামীকাল দাফন করা হতে পারে বলে জানা গেছে। বি:দ্র: ধর্মীয় কারনে ছবি প্রকাশ না করতে পারিবারিকভাবে বলা হয়েছে।
উল্লেখ্য, এ রিপোর্ট লেখা পর্যন্ত কানাডার টরন্টো ও মন্ট্রিয়লে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজন চিকিৎসাধীন রয়েছেন এবং দুজন ভালো হয়ে ঘরে ফিরেছেন।
সিবিএনএ/এসএস