কানাডার সংবাদ

কানাডা প্রবাসীদের অর্থায়নে ত্রাণসামগ্রী বিতরণ

কানাডা প্রবাসীদের অর্থায়নে ত্রাণসামগ্রী বিতরণ

কোভিড-১৯ এর কারণে লকডাউন থাকায় কাজকর্মহীন অবস্থায় সারা বিশ্ব স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন কর্মহীন অসহায় পরিবারের মধ্যে দেখা দিয়েছে অভাব-অনটন। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই একই অবস্থা বিরাজ করলেও বাংলাদেশের অবস্থা অনেকটা ভিন্ন। কর্মহীন অসহায় পরিবারের মধ্যে দেখা দিয়েছে খাদ্যসংকট ফলে সরকারের পাশাপাশি দেশে-বিদেশে অবস্থানরত কিছু-ব্যক্তিবর্গ পারিবারিক কিংবা সাংগঠনিকভাবে এই দুর্যোগে সাহায্যের হাত প্রসারিত করে চলছেন। এদর মধ্যে শ্রীমঙ্গলের পাল পরিবার একটি।  কানাডায় বসবাসরত পাল পরিবারের পক্ষ থেকে শ্রীমঙ্গলে দেড়শত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।  শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট সুধা মিস্টান্নভান্ডারের সুস্বাদু খাবারের প্রতি আকর্ষন যুগ যুগ ধরে চলছে। অনেক দুরদুরান্তে এই রেস্টুরেন্টে খাবার সরবরাহ করা হয়। নির্ভেজাল খাবারের নিশ্চয়তায়  মানুষের আস্থা এবং বিশ্বাস এই প্রতিষ্ঠান অর্জন করেছে। এই রেস্টুরেন্টের স্বত্বাধিকারী কানাডায় বসবাসরত  সুশীল পাল খোকা , আশিষ পাল, তাপস পাল, পলাশ পাল, আমেরিকায় বসবাসরত শ্রী কৃষ্ণ পাল এবং বাংলাদেশে অবস্থানরত  সত্যরঞ্জন পালের উদ্যোগে শ্রীমঙ্গল ১৫০ টি অসহায় দুস্থ পরিবারকে সাহায্য দান করেছেন। প্রতিটি পরিবারে ৫কেজি চাল, ২ কেজি আলু, এক কেজি ডাল, দুই লিটার তৈল, একটি মিস্টি কুমোড় এবং সাথে জ্বর-গলা ব্যাথা, সর্দি-কাশির উপকারে আসে এমন কিছু প্রাথমিক ঔষধ অনুদানে ছিল।  এব্যাপারে আশিষ পাল সিবিএনএকে ‘আমরা আরও পঞ্চাশটি  মধ্যবৃত্ত পরিবারের ত্রাণ তাঁদের বাড়ী গিয়ে পৌঁছে দেবার সিন্ধান্ত নিয়েছি। কারণ মধ্যবিত্তদের প্রয়োজনীয়তা থাকলেও লজ্জায় কাউকে বলতে পারেনা এবং ত্রাণের লাইনে এসে দাঁড়াতে পারেন না। মধ্যবৃত্তের এই সত্য অভিযোগটি অনেকেই করেছেন। পাল পরিবারের সুচিন্তিত ভাবনার এই ত্রাণ আর্তদের উপকার এসেছে। আসলে কাউকে উপকার করতে চাইলে সামর্থের পাশাপাশি ইচ্ছা শক্তিই বড় কথা। কানাডা প্রবাসীদের অর্থায়নে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে এ প্রত্যাশা সকলের কাছে।

 

সিবিএনএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন