কানাডার সংবাদ ফিচার্ড

কানাডা প্রবাসী কামনাশীষ দেবসহ অর্থকণ্ঠ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ২৭ উদ্যোক্তা

কানাডা প্রবাসী কামনাশীষ দেবসহ অর্থকণ্ঠ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ২৭ উদ্যোক্তা

শিল্প-বাণিজ্যে অসামান্য অবদান রাখায় ২৭ জন উদ্যোক্তাকে অর্থকণ্ঠ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন কানাডা প্রবাসী কামনাশীষ দেব।  যমুনা গ্রুপের পরিচালক মনিকা নাজনীন ইসলাম বেস্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড এবং বেস্ট আরএমজি ইন্ডাস্ট্রি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন যমুনা গ্রুপের আরেক পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম।

সোমবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উদ্যোক্তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অর্থকণ্ঠের প্রধান সম্পাদক রফিকুল ইসলাম রতন।

প্রধান অতিথির বক্তব্যে টিপু মুনশি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নের আগেই তাকে হত্যা করা হয়। আর হত্যার এক ঘণ্টা পর ‘জয় বাংলা’ স্লোগান হয়ে যায় ‘বাংলাদেশ জিন্দাবাদ’। তখনই বঙ্গবন্ধুকে হত্যার উদ্দেশ্য বোঝা গিয়েছিল।

তিনি বলেন, আশপাশের সব দেশ থেকে অর্থনৈতিক উন্নয়ন সূচকে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। স্বাধীনতা যুদ্ধের সময় যে পাকিস্তান বাংলাদেশ থেকে ৭০ গুণ বেশি এগিয়ে ছিল, সেই পাকিস্তান এখন বাংলাদেশ থেকে ৫০ গুণ পিছিয়ে গেছে। সবাই যার যার অবস্থান থেকে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে পারলে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে প্রকৃত প্রতিশোধ নেওয়া হবে।

আরও যারা অ্যাওয়ার্ড পেলেন : বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ, বেস্ট বিজনেস পার্সন অব দ্য ইয়ার নূর আলী, বেস্ট অ্যাগ্রোবেজড ইন্ডাস্ট্রি অব দ্য ইয়ার ইফতেখার আহেমেদ টিপু, বেস্ট প্রাইভেট ব্যাংক অব দ্য ইয়ার এমরানুল হক, বেস্ট উইমেন এন্টারপ্রেনার অব দ্য ইয়ার প্রীতি চক্রবর্তী, বেস্ট ডায়মন্ড এন্ড প্রিসিয়াস জুয়েলারি কোম্পানি অব দ্য ইয়ার দিলিপ কুমার আগরওয়াল, বেস্ট রিয়েলে এস্টেট কোম্পানি অব দ্য ইয়ার সাদি-উজ জামান, বেস্ট ইয়াং এন্টারপ্রেনার অব দ্য ইয়ার মাহির আলী খান রাতুল, বেস্ট এমপ্লয়ি ফ্রেন্ডলি অ্যাপারেল কোম্পানি অব দ্য ইয়ার এসএম আবু তায়েব, বেস্ট গার্মেন্ট কোম্পানি অব দ্য ইয়ার মোস্তফা কিউ সোবহান রুবেল, বেস্ট আইটি কোম্পানি অব দ্য ইয়ার জাহেদ আজম সায়েম, ট্যুরিজম হসপিটালিটি অ্যান্ড সার্ভিস সেক্টর কোম্পানি অব দ্য ইয়ার মোহাম্মদ শহীদুজ্জামান, বেস্ট ইমিগ্রেশন কোম্পানি অব দ্য ইয়ার ড. শাহ জহির আহমেদ, বেস্ট আইটি কোম্পানি অব দ্য ইয়ার জন সাখাওয়াত চৌধুরী, বেস্ট এনআরবি এন্টারপ্রেনার অব দ্য ইয়ার কামনাশীষ দেব, বেস্ট লোন অর্গানাইজার অব দ্য ইয়ার মাহবুবুর রহমান ভুঁইয়া, বেস্ট এনআরবি এন্টারপ্রেনার অব দ্য ইয়ার মোহাম্মদ মওলা দিলু, বেস্ট জিও টেক্সটাইল কোম্পানি অব দ্য ইয়ার শারমিন সুলতানা, বেস্ট ইনোভেটিভ কোম্পানি অব দ্য ইয়ার রুদমিলা নওশীন, বেস্ট ডেউরেবল ফার্নিচার কোম্পানি অব দ্য ইয়ার শরীফুজ্জামান সরকার, বেস্ট হ্যাভেনিং ডিজিটাল টেকনোলজি কোম্পানি অব দ্য ইয়ার কাউসার জামাল, বেস্ট শিপ বিল্ডিং কোম্পানি অব দ্য ইয়ার আলহাজ আবুল বশর আবু, বেস্ট এনআরবি এন্টারপ্রেনার অব দ্য ইয়ার মোহাম্মদ আইয়ুব আলী, বেস্ট ট্রাভেল ম্যানেজমেন্ট কোম্পানি অব দ্য ইয়ার আফসিয়া জান্নাত, বেস্ট ইন্সুরেন্স অব দ্য ইয়ার সামীর সেকান্দর ইব্রাহিম।

কানাডা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ি কামনাশীষ দেবসহ ২৭ জন উদ্যোক্তা  অর্থকণ্ঠ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাওয়াতে দেশদিগন্ত মিডিয়া এবং সিবিএনএ পরিবার গর্বীত।  সকলের প্রতি রইলো অভিনন্দন ও শুভেচ্ছা।




সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

 

সংবাদটি শেয়ার করুন