প্রবাসের সংবাদ ফিচার্ড

নির্বাচিত সবাই মুসলিম, যুক্তরাষ্ট্রের শহরটির এক চতুর্থাংশের শিকড় বাংলাদেশে: মিলার

নির্বাচিত সবাই মুসলিম, যুক্তরাষ্ট্রের শহরটির এক চতুর্থাংশের শিকড় বাংলাদেশে: মিলার

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো শুধুই মুসলিম জনপ্রতিনিধিরা একটি শহর পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছেন। দেশটির মিশিগান রাজ্যের হ্যামট্রামক শহরের সিটি কাউন্সিলের মেয়র থেকে নির্বাচিত সব জনপ্রতিনিধিই মুসলিম। আগামী বছরের শুরুতেই তারা শহরের শাসনভার তুলে নেবেন। যার অর্থ যুক্তরাষ্ট্রের ইতিহাসে মিশিগান রাজ্যের হ্যামট্রামক প্রথম মুসলিম পরিচালনাধীন শহর হিসেবে স্থান করে নিয়েছে।

এ খবর ইতিমধ্যেই অনেকে জেনেছেন। এবার এ বিষয়ে টুইট করলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার। বুধবার এক টুইটে তিনি প্রশ্ন করেছেন, আপনি কি জানেন মিশিগানের হ্যামট্রামক মাত্রই ‘সিটি কাউন্সিলে সব মুসলিম নির্বাচিত করা’ প্রথম মার্কিন শহর হিসেবে নাম লিখিয়েছে?

হ্যামট্রামকের জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশেরই বাংলাদেশে শিকড়  রয়েছে বলেও জানান রাষ্ট্রদূত। হ্যাশট্যাগে তিনি লিখেছেন ‘মুসলিমস ইন আমেরিকা’ বা ‘যুক্তরাষ্ট্রে মুসলিমরা’।

‘সবাই মুসলিম এমন সরকার’ গঠন বিষয়ে সিএনএন এর একটি প্রতিবেদনও যুক্ত করেছেন রাষ্ট্রদূত মিলার।

উল্লেখ্য, হ্যামট্র্যামক ‘মাত্র দুই বর্গ মাইলের বিশ্ব’ বলে একটি প্রবাদ প্রচলিত আছে। কারণ পাঁচ বর্গ কিলোমিটারের শহরটিতে মানুষ ৩০টির বেশি ভাষায় কথা বলে থাকে। অথচ শহরে মাত্র ২৮ হাজার লোকের বসবাস। প্রথমবারের মতো এবার সিটি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ৪২ বছর বয়সী ইয়েমেনি বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক আমির গালিব।





সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন