।। লাবলু আনসার, যুক্তরাষ্ট্র ।। কারফিউ ভেঙ্গে পুলিশের গাড়িতে হামলা, গ্রেফতার ৪১০০ || রবিবার রাতে সর্বপ্রথম মিনিয়াপোলিস পুলিশ প্রধান মেডারিয়া এরাডন্ডোর মুখোমুখী হলেন নিহত জর্জ ফ্লয়েডের ভাই ফিলোনিজ ফ্লয়েড। তিনি জানতে চান যে, তার নিহত ভাইয়ের ঘাতকেরা বিচারের সম্মুখীন হচ্ছে কিনা। নিষ্ঠুরভাবে হত্যার জন্যে দায়ী অপর তিন পুলিশ অফিসারকে গ্রেফতার করা হচ্ছে না কেন? জবাবে পুলিশ প্রধান বলেন, হত্যা মামলার বিষয়টি দেখভালের দায়িত্বে রয়েছেন মিনিয়াপোলিস কাউন্টি এটর্নি অফিস। তারাই সবকিছু করছেন আইনগত প্রক্রিয়া অনুযায়ী।
এদিকে, রবিবার রাত ১১টায় সর্বশেষ তথ্য অনুযায়ী, কারফিউ ভঙ্গ করে হাজার হাজার মানুষ হোয়াইট হাউজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তারা মুখোমুখী অবস্থানে পুলিশের। অগ্নি সংযোগের ঘটনাও ঘটেছে এ সময়। এ পরিস্থিতিতে হোয়াইট হাউজের সকল কর্মকর্তা-কর্মচারিকে জানানো হয়েছে নিজ নিজ পরিচয়পত্র লুকিয়ে রাখতে। হোয়াইট হাউজে হামলার আশংকায় পুরো এলাকা নিরাপত্তা বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে শনিবার রাতের মতোই।
দ্বিতীয় রজনীর মত রবিবারও কার্ফিউ জারি রয়েছে মিনিয়াপোলিস সিটিতে। তবে বিক্ষোভ থামেনি। অপরদিকে, রবিবার সন্ধ্যা থেকে পুনরায় কারফিউ বহাল করা হয়েছে আগের রাতের ২৫ সিটির সাথে আরো ১৫ সিটিতে। অর্থাৎ করোনার কারণে লকডাউন উঠিয়ে নিলেও আন্দোলনের কারণে পুনরায় মানুষের স্বাভাবিক চলাচলের গতি রুদ্ধ করা হয়েছে। গভীর রাতে পাওয়া তথ্য অনুযায়ী, কার্ফিউ ভেঙ্গে আন্দোলনকারিরা পুলিশের মুখোমুখী এবং পুলিশের গাড়িসহ আশপাশের ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় লিপ্ত রয়েছে ওয়াশিংটন ডিসি, ফিলাডেলফিয়া, লসএঞ্জেলেস, মিলওয়াকি, মায়ামী-ডেড কাউন্টি, আটলান্টা, সিয়াটল, পোর্টল্যান্ড, সান্তা মণিকা, সানফ্রান্সিসকো, শিকাগো, কলম্বিয়া, ওরেঞ্জবার্গ, ক্লিভল্যান্ড, টেনেসীর অস্টিনে।
রবিবার রাত পর্যন্ত গত ৬ দিনের এ আন্দোলনে গ্রেফতার হয়েছেন ৪১০০ জন। সিটি ও স্টেট পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানা গেছে।
সি/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন