সাহিত্য ও কবিতা

চোরের প্রতি উপদেশ! |||| বিশ্বজিৎ মানিক



চোরের প্রতি উপদেশ! |||| বিশ্বজিৎ মানিক

চোর এসেছে, চোর এসেছে – চোর এসেছে গাঁয়
খোকা বাবুর বাগান বাড়ির – কাঁঠাল নিয়ে যায়।

খোকাবাবু , বোনের বাড়ি – কাঁঠাল দিবে বলে
কাটাবে কাঁঠাল, তার বাগানের – পোক্ত হয়ে গেলে।

রাখছে কাঁঠাল, যতো গাছের – দেখে ভালো ভালো
যাবে যখন, বোনের বাড়ি – কাঁঠাল কাটতে গেলো।

কাঁঠাল গুলো, ছিল ভালো – ভালো ভালো গাছে
গাছগুলো তার, দাঁড়িয়ে আছে – বাগান বাড়ির পাছে।

গিয়ে দেখে, কাঁঠাল গুলো – নিয়ে গেছে চোর
মনের দুঃখে, বলে খোকা – দুত্তরি ছাই দুর।

মনটা হলো, ভারী খারাপ – না পেয়ে তার কাঁঠাল
মনে মনে ভাবে খোকা – লাগলো নাকি আকাল!

দু’দিন আগেও দেখে ছিল – কাঁঠাল গুলো আছে
কাটতে গিয়ে দেখলো খোকা – ঝুলছে ডাটা নিচে।

করছে চুরি, যে চোরটি – খোকা তাকে জানে
লোকটি মোটেই ভালো নয় সে – গাঁজা টাজা টানে।

নইলে চোরা, বলে নিতো – একটি কাঁঠাল দাও
বলতো খোকা, খাবে কাঁঠাল? -ঐ টি পেড়ে নাও।

বাগানে তার, শতেক কাঁঠাল – বিলিয়ে কিছু দেয়
ভালো মানুষ যারা আছে – বলেই তারা নেয়।

বিক্রয়ে তার, ফল ফলারি – মৃত মায়ের মানা
খোকার সাথে মিশে যারা – তাদের আছে জানা।

মনে মনে ভাবে খোকা – লাগিয়ে দিলে ল্যাটা
পুলিশ নিয়ে, ডাণ্ডা দিলে – সোজা হবে ‘বেটা’।


আবার ভাবে, গরীব মানুষ – করছে কিছু লোভ
অভাব তার, আছেও কিন্তু – পরিবারে খুব।

লক ডাউনে পড়ে তার – রুটি রোজগার নাই
হয়তো তাই, ভাবছিলো সে – কাঁঠাল ক’টা খাই।

ভাবনা চিন্তায় পড়ে-ই খোকা – করে দিলো মাপ
নইলে খোকার নিজ ক্ষমতায় – ডাকিয়ে নিতো ‘বাপ’।

চোরের প্রতি এই উপদেশ – জানিয়ে দিলো খোকা
কাঁঠাল খাবার লোভ যদি হয় – বলে দেখিস বোকা।

খোকার বাড়ি, মানুষ ক’জন? – আছে এতো ফল
কম মানুষে, এতো কাঁঠাল – ক্যামনে খাবে বল?

ভালো হয়ে যা রে তুই – অনুকম্পা পাবে
নইলে কিন্তু বলে দিলাম – জেল খানাতেই যাবে।

০১/০৬/২০২০ খ্রিস্টাব্দ।

 

সি/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন