টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিজয় দিবসের সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে চার কিশোরকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের জোড়দিঘী নামকস্থানে এ ঘটনা ঘটে।
আহত কিশোররা হলো- উপজেলার জোড়দিঘী গ্রামের সুধন মাস্টারের ছেলে প্রণয় বর্মণ (১৭), মিজানুর রহমানের ছেলে মামুন (১৮), কিনু মিয়ার ছেলে হাবিবুর (১৮), জগদীশ বর্মনের ছেলে আকাশ বর্মণ (১৭)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী গৌরাঙ্গ বর্মণ জানান, বিজয় দিবস উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খানের পূর্ব নির্ধারিত শোভাযাত্রা ও সমাবেশ থেকে বাড়ি ফিরছিল ওই তিন কিশোর।
পথে জোড়দিঘী নামক স্থানে পৌঁছালে এলাকার কতিপয় চিহ্নিত সন্ত্রাসী তাদের পথরোধ করে বেধরক মারধর করে রক্তাক্ত জখম করে। এতে তারা গুরুতর আহত হন।
জানতে চাইলে ঘাটাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম মোবাইল ফোনে জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেয়া হবে।
সূত্রঃ দৈনিক যুগান্তর
বাঅ/এমএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন