সাহিত্য ও কবিতা

কে কার উচ্চতা  ||||  পুলক বড়ুয়া


কে কার উচ্চতা  |||পুলক বড়ুয়া

বিগত বসন্ত যদি কাঁদে, মনস্তাপে,
ভুলে যাও তাকে,
অশ্রুত অশ্রুর দাগ—
ক্ষতগুলো ঢেকে দেবে আসছে বসন্ত—
নবীন রঙিন রঙ্গনে সাজাও তোমার বরণ,
আভরণ, আবরণ;
সু্রভিত হবে প্রবল আগামী,—সমুখে আনন্দ
পেছনে দুঃখের ভাঙাগড়া ।

বিদায় রপ্তানি হোক,
আমোদকে আমদানি কর ।

তাজমহলের নিষ্প্রাণ কায়ার
ভেতরে সপ্রাণ ছায়া আছে;
ভুল করে কেউ তাজমহল গড়েনি ।

ছায়া যোগ মায়া
সমান্তরাল না কেউ কারো;
না সমান নয়, কায়া ।

হতে পারে, কৌতুহল
আমরা জানি না,
কে জানে, কে কাকে
কে কার উচ্চতা অতিক্রম করে গেছে !

 


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন